চলে গেলেন কবি শঙ্খ ঘোষ না ফেরার দেশে……

প্রকাশিত: ২:১৩ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২১

অনলাইন ডেস্কঃ

বৈশ্বিক মহামারীকরোনার দ্বিতীয় ঢেউয়ে প্রতিদিনই মৃত্যুর মিছিলে যুক্ত হচ্ছে এক একটি ইতিহাস।

কিভাবে যেন শেষ হয়ে যাচ্ছে এক একটি মূল্যবান জীবন।আমরা চাইছিলাম এই সকল মহামানবকে আরও দীর্ঘদিন আমাদের মাঝে বাহুর বন্ধনে আবদ্ধ করতে রাখতে।কিন্তু অদৃশ্য এক ভাইরাসের কাছে একাবিংশ শতাব্দীর মানবকূল আজ দেশাহারা হয়ে দিকবিদিকশুন্য হয়ে নিরাশার অথৈই সাগরে ভাসছে। বাংলা কবিতায় খ্যাত পঞ্চপান্ডব শক্তি-সুনীল-উৎপল-বিনয়- এই ০৪ জন আগেই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন।বাকি ছিলেন শঙ্খ ঘোষ। তিনিও আজ ভারতীয় সময় ১১ঃ০০ ঘটিকা ( বাংলাদেশ সময় ১১ঃ৩০) বিদায় নিলেন।

মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৯ বছর। উল্লেখ কবি শঙ্খ ঘোষের আসল নাম চিত্তপ্রিয় ঘোষ।পিতার নাম মনীন্দ্রী কুমার ঘোষ, মাতার নাম অমলা ঘোষ। তিনি বাংলাদেশের চাঁদপুর জেলায় ১৯৩২ সালের ০৫ ফেব্রুয়ারী জন্ম গ্রহন করেন। প্রতিটি মুহূর্ত আজ আমাদের কাছে আতঙ্কের মনে হচ্ছে।কিভাবে যেন শেষ হয়ে যাচ্ছে একটা সময়কাল।যেটা ভীষণ যত্নে আগলে রাখতে চাইছি আমরা।কিন্তু পারছি না।কবি শঙ্খ ঘোষ তাঁর কবিতায় ও ভাবনায় চিরদিন বেঁচে থাকবেন আমাদের মনের মনিকোঠায়।