চালু হলো ফেসবুকের নতুন কলিং অ্যাপ

প্রকাশিত: ২:২৪ অপরাহ্ণ, মে ২৮, ২০২০

লকডাউনে বেড়েছে ভিডিও কলিং অ্যাপের ব্যবহার। হোয়াটসঅ্যাপ, জুম, গুগল মিট, গুগল ডুও, ফেস অ্যাপ এর মতো অনেক ভিডিও কলিং অ্যাপ ব্যবহার করছে মানুষ। ফোন নম্বর ব্যবহার করে অডিও কল দেয়ার নতুন অ্যাপ ক্যাচআপ (CatchUp) চালু করেছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। ফেসবুকের এনপিই টিমের অভ্যন্তরীণ আরডি গ্রুপ এই সেবাটি বাস্তবায়ন করেছে।

ফেসবুক অ্যাকাউন্ট না থাকলেও এই অ্যাপ দিয়ে ফোনের নম্বর তালিকা ব্যবহার করে কথা বলা যাবে। অ্যাপটি আপাতত যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা ডাউনলোড করতে পারছেন তবে খুব শীঘ্রই এটি অন্যান্য দেশের লোকজনের জন্য ও উন্মুক্ত করতে যাচ্ছে ফেসবুক। এতে ৮ জনের গ্রুপ কলে কথা বলারও সুযোগ আছে। তবে শুধুমাত্র অডিও।

যেভাবে এই অ্যাপ দিয়ে করতে পারবেন অডিও কলিং

1. এই অ্যাপটির মাধ্যমে অডিও কল করার জন্য ব্যবহারকারীদের প্রথমে অ্যাপটি খুলতে হবে।

2. এবার ক্রিয়েট কল অপশনে গিয়ে এমন ব্যক্তিদের সিলেক্ট করুন, যাদের আপনি অডিও কল করতে চান।

3. এখন আপনি ক্রিয়েট কল-এ ক্লিক করে অডিও কল করতে পারেন।

4. এই অ্যাপের মাধ্যমে আপনি কল মার্জ ও করতে পারবেন।

ক্যাচআপ তৈরির পেছনে ফেসবুকের যুক্তি এমন, ‘এখনকার দিনে মানুষ ফোনকল করেই না বললে চলে। কখন আবার কথা বলার জন্য তিনি প্রস্তুত সেটাও জানা যায় না। তাই আমরা শুধুমাত্র অডিও কলের সুবিধা রেখে অ্যাপটি চালু করেছি।’

ফেসবুকের দাবি, বয়স্ক এবং যাদের পক্ষে অন্যান্য  অ্যাপ ব্যবহার  করতে মানুষের সমস্যা হয় তারা এটি সহজে ব্যবহার করতে পারবেন।