জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সাংবাদিকদের সাথে মতবিনিময়

প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২২

এম কামরুজ্জামান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ

সাতক্ষীরা’র শ্যামনগরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৩ জুলাই সকাল উপজেলা পরিষদ হল রুমে
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার এর সঞ্চালনায় নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২২(২৩ জুলাই থেকে ২৯ জুলাই) প্রথম দিনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস,এম আতাউল হক দোলন।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা এস এম এনামুল ইসলাম,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শাকিল হোসেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুর ইসলাম,
ঈশ্বরীপুর ইউপি চেয়ারম্যান এ্যাডঃ শোকর আলী, রমজাননগর ইউপি চেয়ারম্যান শেখ আল-মামুন, উপজেলা প্রেসক্লাবের সাবেক উপদেষ্টা আবু সাঈদ, কার্যকারী সদস্য আলমগীর সিদ্দিক,এম কামরুজ্জামান, আনিছুর জামান সুমন, সরদার সিদ্দিক,মোহাম্মদ আলী,মিজানুর রহমান, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি অনাথ মন্ডল, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিঠু, যুগ্ন-সম্পাদক বিজয় মন্ডল, জগবন্ধু কয়াল প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর বাংলাদেশ কৃষি নির্ভর বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে মৎস্যখাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ন । স্বাধীনতার পর ১৯৭২ সালে এক জনসভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন , মাছ হবে দ্বিতীয় প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী সম্পদ । তারাই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মৎস্য সম্পদের উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন । মৎস্য উৎপাদনে বাংলাদেশের সাফল্য আজ বিশ্ব পরিমণ্ডলে স্বীকৃত।