জেলায় জেলায় আক্রান্ত সংখ্যা

প্রকাশিত: ৯:৫৯ অপরাহ্ণ, জুন ১৬, ২০২০

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, দেশের বিভিন্ন জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা হলো—ঢাকা ২৫,৩৬৭, চট্টগ্রাম ৩,৫৬২, নারায়ণগঞ্জ ২,৯২৬, কুমিল্লা ১,৫১৯, মুন্সীগঞ্জ ১,৪৯৮, কক্সবাজার ১,৩০১, গাজীপুর ১,২৫৮, নোয়াখালী ৯৯৭, ময়মনসিংহ ৮৪০, ফরিদপুর ৬৯৫, সিলেট ৬৭৬, রংপুর ৬১৯, কিশোরগঞ্জ ৫৩৩, ফেনী ৪৪৮, গোপালগঞ্জ ৩৮৮, সুনামগঞ্জ ৩৮২, মাদারীপুর ৩৭১, চাঁদপুর ৩৬৯, খুলনা ৩৬১, জামালপুর ৩৫৫, নেত্রকোনা ৩০২, বগুড়া ২৬৯, ব্রাহ্মণবাড়িয়া ২৪৫, যশোর ২৪০, কুষ্টিয়া ২২৮, নরসিংদী ২১৬, নওগাঁ ২১৩, বরিশাল ২১১, দিনাজপুর ১৮৪, জয়পুরহাট ১৮৩, শরীয়তপুর ১৮০, হবিগঞ্জ ১৭৭, মানিকগঞ্জ ১৬৮, পাবনা ১৬৪, শেরপুর ১৬২, লক্ষ্মীপুর ১৪৫, নীলফামারী ১৩৮, চুয়াডাঙা ১৩৬, রাজবাড়ী ১২১, পটুয়াখালী ১২১, মৌলভীবাজার ১১৬, গাইবান্ধা ৯৯, ভোলা ৯০, রাজশাহী ৮৯, কুড়িগ্রাম ৮৮, বরগুনা ৮৭, ঝিনাইদহ ৮৭, বাগেরহাট ৮৬, রাঙ্গামাটি ৮৫, খাগড়াছড়ি ৮০, ঠাকুরগাঁও ৭৪, নাটোর ৭৪, বান্দরবান ৭১, চাঁপাইনবাবগঞ্জ ৬৭, সাতক্ষীরা ৬৭, নড়াইল ৬৫, টাঙ্গাইল ৫৯, ঝালকাঠী ৫২, পঞ্চগড় ৫২, লালমনিরহাট ৫১, পিরোজপুর ৪৬, সিরাজগঞ্জ ৪৫ ও মেহেরপুর ৩৮ জন।
উল্লেখ্য, দেশে গত ৮ মার্চ প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্তের ঘোষণা দেয় আইইডিসিআর। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।