ডা. জাফরুল্লাহর অবস্থা স্থিতিশীল

প্রকাশিত: ২:১৫ পূর্বাহ্ণ, জুন ১৮, ২০২০

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা আগের চেয়ে স্থিতিশীল রয়েছে।

বুধবার সন্ধ্যায় গণস্বাস্থ্য কেন্দ্রের ভেরিফাইড ফেসবুক পেজে ডা. জাফরুল্লাহর সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে এ তথ্য দিয়েছেন তার মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মামুন মোস্তাফী।

তিনি জানান, ডা. জাফরুল্লাহ চৌধুরীর নিউমোনিয়া সংক্রমণের আর অবনতি হয়নি। তিনি কৃত্রিম অক্সিজেন ছাড়াই শ্বাস-প্রশ্বাস নিতে পরছেন। তার গলার ব্যথার কিছুটা উন্নতি হয়েছে। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বর্তমানে নিজের প্রতিষ্ঠিত গণস্বাস্থ্য নগর হাসপাতালে অধ্যাপক ডা. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মামুন মোস্তাফী এবং অধ্যাপক ডা. নাজিব মোহাম্মদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।

গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত র‌্যাপিড কিটের পরীক্ষায় গত ২৫ মে ডা. জাফরুল্লাহ চৌধুরীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাতেও তার করোনাভাইরাস সংক্রমণের ফলাফল পজিটিভ আসে।

টানা তিন সপ্তাহ গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর পুণরায় পরীক্ষায় শনিবার রাতে তিনি করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন বলে জানানো হয়।

ডা.জাফরুল্লাহ চৌধুরীর পাশাপাশি তার স্ত্রী ও ছেলেও করোনায় আক্রান্ত হন। তবে তারা আশঙ্কামুক্ত।