ঢাকা সিটি লকডাউন চেয়ে রিট শুনানি রোববার

প্রকাশিত: ১২:৪৬ অপরাহ্ণ, জুন ১২, ২০২০

ঢাকা শহরকে লকডাউন ঘোষণা এবং চিকিৎসার জন্য পর্যাপ্ত হাই ফ্রো-নেজাল অক্সিজেন ক্যানোলা সংগ্রহের নির্দেশনা চেয়ে হাইকোর্টের ভার্চুয়াল আদালতে রিট করা হয়েছে।

বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল আদালতে রিটটি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রোববার এর শুনানি হতে পারে বলে জানিয়েছেন আইনজীবী।

রিটে বাদী হয়েছেন অ্যাডভোকেট মো. মাহবুবুল ইসলাম। বিবাদী করা হয়েছে মন্ত্রিপরিষদ, স্বাস্থ্য, অর্থ ও প্রধানমন্ত্রীর সচিবালয়ের সচিব, স্বাস্থ্য অধিদফতরের ডিজি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হাসপাতাল), অতিরিক্ত সচিব (প্রশাসন), ঢাকার পুলিশ কমিশনার, র‌্যাবের মহাপরিচালক এবং ঢাকার দুই সিটি কর্পোরেশনের মেয়রকে।

পরে সংবাদ বিজ্ঞপ্তিতে মনজিল মোরসেদ বলেন, মহামারী করোনা ভাইরাসের ব্যাপক সংক্রমণে ঢাকা শহরে হাজার হাজার রোগী শনাক্ত হচ্ছে এবং ইতোমধ্যে এক হাজারের বেশি মানুষ মৃত্যুবরণ করেছেন।

তিনি আরও বলেন, রিট আবেদনে বিবাদীদের ওপর নির্দেশনা চাওয়া হয়েছে ঢাকাকে দ্রুত লকডাউন ঘোষণার জন্য, ওই সময় সিটি কর্পোরেশনের মেয়ররা কমিশনারদের (কাউন্সিলর) মাধ্যমে প্রত্যেক এলাকায় গরিবদের প্রয়োজনে খাদ্য ও ওষুধ সরবরাহ করবে।

এ কাজে সরকার লজিস্টিক সাপোর্ট দেবে। স্বাস্থ্যকর্মীদের উন্নত চিকিৎসার জন্য টেকনিক্যাল কমিটির সুপারিশ অনুযায়ী ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও চাওয়া হয়েছে রিটে।