তাপস খোকনের মতপার্থক্যের অবসান হবে

প্রকাশিত: ১:৩৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২১

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও সাবেক মেয়র সাঈদ খোকনের মতপার্থক্য সময়ের ব্যবধানে নিরসন হবে। তিনি মন্ত্রণালয়ের নিজ কক্ষে চুয়াডাঙ্গা ও নওগাঁ জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করানোর পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

চুয়াডাঙ্গা জেলা পরিষদের সদস্য মো. মিজানুর রহমান এবং নওগাঁ জেলা পরিষদের সদস্য নিপন বিশ্বাস শপথ গ্রহণ করেন। অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ। বিএনপির সমালোচনা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তাজুল ইসলাম বলেন, বিএনপি সব কিছুতেই ইস্যু খোঁজে। বিএনপির অযৌক্তিক কোনো ইস্যু অথবা নেতিবাচক মন্তব্য দলের কাছে গুরুত্বপূর্ণ বিষয় নয় এবং এ নিয়ে উদ্বেগের কোন কারণ নেই। তিনি বলেন, আওয়ামী লীগ দেশের ঐতিহ্যবাহী একটি বৃহৎ রাজনৈতিক দল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে নেতৃত্ব দিচ্ছেন।