তালায় যথাযোগ্য মর্যাদায় মাতৃভাষা দিবস পালিত

প্রকাশিত: ২:৩৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২২


বি এম বাবলুর রহমান (তালা-সাতক্ষীরা)

তালায় যথাযোগ্য মর্যাদায় মহান ২১ ফেব্রুয়ার ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত হয়েছে।

সোমবার (২১ ফেব্রুয়ারী) সকালে তালা উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভায় নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস’র সভাপতিত্বে মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মীর জাকির হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা- ১ আসনের সংসদ সদস্য এ্যাড. মুস্তোফা লুৎফুল্লাহ এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, ভাইস চেয়ারম্যান (মহিলা) মুর্শিদা পারভীন পাঁপড়ী।

বক্তব্য রাখেন, তালা প্রেস ক্লাবের সভাপতি ও জাতীয় পার্টির তালা উপজেলা সভাপতি সাংবাদিক এসএম নজরুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সহ-সভাপতি আমলকৃষ্ণ ঘোষ, যুদ্ধকালীন কমাণ্ডার আব্দুস সোবাহান, সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু জিহাদ ফকরুল আলম খাঁন,ও পাটকেলঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কুমিরা ইউপি চেয়ারম্যান শেখ আজিজুল ইসলাম, সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান, জাদস কেন্দ্রীয় নেতা মীর জিল্লুর রহমান প্রমুখ।

এছাড়া ২১ শেষ ফেব্রুয়ারী উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে আলোচনা সভা, চিত্র অঙ্কন, রচনা প্রতিযোগীতা, কুইজ প্রতিযোগীতার সহ নানা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি সহ সকল অতিথিবৃন্দ বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন এবং তিনদিন ব্যাপী বইমেলার সমাপনী দিনে বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
এরআগে রাত ১২টা ১ মিনিটে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বেদীতে সংসদ সদস্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামীলীগ, তালা উপজেলা জাতীয় পার্টি, বিএনপি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, ছাত্র লীগ, জাতীয় ছাত্রসমাজ, তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাংবাদিক এসএম নজরুল ইসলামের নেতৃত্বে তালা প্রেসক্লাব, মীর জাকির হোসেন এর নেতৃত্বে রিপোর্টার্স ক্লাব, আব্দুল জব্বার এর নেতৃত্বে তালা সদর প্রেসক্লাব তালা সরকারী কলেজ,সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পুষ্পমাল্য অর্পন করেন