তালায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

প্রকাশিত: ১০:১৩ পূর্বাহ্ণ, মার্চ ২৬, ২০২২

বি এম বাবলুর রহমান (তালা-সাতক্ষীরা)
তালায় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।

শনিবার (২৬ শে মার্চ) সকাল ৭ টায় তালা উপজেলা প্রশাসন এর আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার এর সঞ্চালনায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ও স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন মুক্তিযুদ্ধো ,তালা উপজেলা প্রশাসন, তালা থানা পুলিশ, উপজেলা আওয়ামীলীগ, উপজেলা জাতীয় পার্টি , শ্রমিক লীগ, ছাত্র লীগ, জাতীয় ছাত্রসমাজ, তালা প্রেসক্লাবের পক্ষ থেকে ক্লাবের সভাপতি সাংবাদিক এসএম নজরুল ইসলাম এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্তরের জনগণ।

এছাড়াও তালা পুরাতন হাইস্কুল মাঠে মাওঃ তাওহিদুর রহমান এর পবিত্র কোরআন তিলাওয়াত ,দোয়া মোনাজাত ও শিক্ষক শক্তি পদ এর গীতা পাঠ সহ বেলুন উড়ানোর মাধ্যমে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। কুচকাওয়াজ পরিচালনা ও নেতৃত্ব প্রদান করেন তালা থানার সাব ইন্সপেক্টর ইমন ও থানার চৌকস দল এছাড়া কুচকাওয়াজ অংশগ্রহণ করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউড দল।

কুচকাওয়াজ অনুষ্ঠানে তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, সাংবাদিক মীর জাকির হোসেন, সৈয়দ জুনায়েদ আকবর,এস আই কাওছার এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন তালা উপজেলা চেয়ারম্যান বাবু ঘোষ সনৎ কুমার, উপজেলা
আওয়ামীলীগের সভাপতি শেখ নুরুল ইসলাম,
তালা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান , তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস, তালা সহকারী কমিশনার ভূমি এস এম তারেক সুলতান ,তালা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাংবাদিক এসএম নজরুল ইসলাম। জাতীয় তরুণ পার্টির কেন্দ্রীয় নেতা বি এম বাবলুর রহমান, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু জিহাদ ফকরুল আলম খাঁন,পাটকেলঘাটা থানার ওসি কাঞ্চন কুমার রায়,তালা থানার ওসি তদন্ত আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা সন্তান কমিটির সভাপতি শেখ জাহিদুল রহমান লিটু, শ্রমিক লীগ এর সাধারণ সম্পাদক শফিউর রহমান ডানলাব, উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন,সাংবাদিক আকবর হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা গোবিন্দ সেন প্রমূখ।
২৬শে মার্চ বাংলাদেশের জাতীয় দিবস। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে (কাল রাত) তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণ আনুষ্ঠানিকভাবে নিজেদের স্বাধীনতার সংগ্রাম শুরু করে।