তালায় ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১১:৪৯ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২২


বি এম বাবলুর রহমান (তালা-সাতক্ষীরা)

তালা সদর ইউনিয়নের ভায়ড়া ওয়ার্ডে স্বেচ্ছাসেবক সংগঠন এর পক্ষ থেকে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ মার্চ) সন্ধ্যা ০৭.৩০ টার সময় তালার সদর ইউনিয়নের ভায়ড়া মোড়ে ২ নং বিট পুলিশিং এবং তালা ব্লাড ফাউন্ডেশন নামীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠন এর আয়োজনে এলাকার আইন-শৃঙ্খলা বিষয়ক একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়।

উক্ত সভায় সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মাওলানা আসাদুজ্জামান আসাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু জিহাদ ফকরুল আলম খাঁন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা সদর ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি মোঃ শাহাবুদ্দিন বিশ্বাস, সাবেক যুবলীগ নেতা শাহিনুর রহমান,তালা থানার সেকেন্ড অফিসার এসআই কাওছার আহমেদ সহ স্থানীয় কমিউনিটির নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা অনুষ্ঠানে বক্তারা এলাকার উঠতি বয়সী তরুণ- যুবক দের মাঝে ধূমপান বা মাদক গ্রহণের প্রবণতা বা নিরবচ্ছিন্ন ভাবে সারাদিন মোবাইলে গেমস খেলা কিংবা তাদের এই বয়সে ইভটিজিং সহ বিভিন্ন ধরনের গুরুতর অপরাধে জড়িয়ে পড়া রোধে অভিভাবক শ্রেণীর করণীয় সম্পর্কিত প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা করেন।