তোফাজ্জেল বিদ্যাপীঠে স্কুলে নিয়োগ পরীক্ষার পূর্বেই প্রার্থী নির্ধারনের অভিযোগ

প্রকাশিত: ৮:২৮ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২২

এম কামরুজ্জামান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ

সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নে তোফাজ্জেল বিদ্যাপীঠে লিখিত ও মৌখিক নিয়োগ পরীক্ষার পূর্বেই প্রার্থী নির্ধারনের অভিযোগ এনে পরীক্ষার্থী কওছার আলী সাতক্ষীরা জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়,তোফাজ্জেল বিদ্যাপীঠে সর্বশেষ সরকারী বিধি মোতাবেক ১ জন অফিস সহায়ক,১ জন নিরাপত্তা কর্মী,১ জন পরিচ্ছন্নতা কর্মী ও ১ জন আয়া নিয়োগের জন্য ৬ জুলাই-২২ সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে দরখাস্ত আহবান করা হয়। সেই প্রেক্ষিতে নিরাপত্তা কর্মী পদে ৭ জন, পরিচ্ছন্নতা কর্মী পদে ৮ জন, অফিস সহায়ক পদে ১০ জন ও আয়া পদে ৫ জন মোট ৩০ জন আবেদন করে। ২ অক্টোবর রবিবার লিখিত ও মৌখিক পরীক্ষার দিন ধার্য আছে। কিন্তু প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটি আত্মীয়করন ও মোটা অংকের টাকা উৎকোচের বিনিময়ে ৪ জনকে নির্ধারন করেছেন। এ ধরনের ঘুষ ও দুর্নীতিমূলক পাতানো নিয়োগ প্রক্রিয়া বাতিল করে মেধা ভিত্তিক সুষ্ঠু ও স্বচ্ছতা ভিত্তিতে নিয়োগ প্রদানের দাবী জানান। এ বিষয়ে জেলা প্রশাসক সহ উচ্চ পর্যায়ের সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করা হয়েছে।
উল্লেখ্য কওছার আলী জেলা প্রশাসক বরাবর গত বিগত ২২ জুলাই নিয়োগ বাণিজ্যের অভিযোগ এনে সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর অভিযোগ করা হয়। জেলা প্রশাসক উক্ত অভিযোগের বিষয়ে আগামী ৩রা অক্টোবর-২২ তারিখে নিষ্পত্তির তারিখ ঘোষনা করেন। অথচ অত্র প্রতিষ্ঠানের লিখিত ও মৌখিক পরীক্ষার দিন ধার্য আছে ২রা অক্টোবর-২২। বিষয়টি জেলা প্রশাসকের আশু হস্তক্ষেপ কামনা করেছেন আবেদনকারীগন।