দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নতুন ইতিহাস গড়ল তামিমরা

প্রকাশিত: ১১:৫৬ পূর্বাহ্ণ, মার্চ ২৪, ২০২২

২০২২ সাল যেন স্বপ্নের মত কাটছে বাংলাদেশ ক্রিকেট দলের একের পর এক দারুণ জয় আসছে বিদেশের মাটিতে।ভারত ও পাকিস্তানের পর এশিয়ার তৃতীয় দল হিসাবে দক্ষিণ আফ্রিকাকে তাদের মাটিতেই ওয়ানডে সিরিজে হারাল বাংলাদেশ। এটিই তাদের বিরুদ্ধে প্রথম এওয়ে সিরিজ জয় বাংলাদেশের।

সেঞ্চুরিয়ানে তৃতীয় ও সিরিজ নির্ধারণী ম্যাচে স্বাগতিকদের ৯ উইকেটের সহজ জয় তুলে নিয়েছে বাংলাদেশ।

আজকের ম্যাচে আগে ব্যাট করা দক্ষিণ আফ্রিকাকে তাসকিনের বোলিং তোপে মাত্র ১৫৪ রানে অলআউট করে বাংলাদেশ। লক্ষ্য তাড়া করতে নেমে ২৬ ওভার ৩ বলে ১ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা। অধিনায়ক তামিম ৮৭ রানে অপরাজিত থেকে দল জিতিয়ে মাঠ ছাড়েন।

১৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুই ওপেনার তামিম ও লিটন দাস ১২৭ রানের বড় জুটি গড়ে টাইগারদের জয় প্রায় নিশ্চিত করেন। লিটন ৪৮ রান করে আউট হন। সাকিবকে নিয়ে ২৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন। সাকিব আল হাসান ১৮ রানে অপরাজিত থাকেন।

তাসকিন ৯ ওভারে ৩৫ রানে ৫ উইকেট শিকার করেন। সাকিব ২৪ রানে নেন ২টি উইকেট। এছাড়াও মিরাজ ২৭ রানে, শরিফুল ৩৭ রানে ১টি করে উইকেট শিকার করেন।

ম্যান অব দ্যা ম্যাচ হন তাসকিন আহমেদ।