দীর্ঘ ৫০ বছরের ভোগ দখলীয় সম্পত্তির রক্ষার্থে শ্যামনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

প্রকাশিত: ৭:১৮ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২২

এম কামরুজ্জামান, শ্যামনগর সাতাক্ষীরা প্রতিনিধিঃ

সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের মৃত বীরেন্দ্রনাথ মন্ডল ছেলে কিরণ চন্দ্র মন্ডলের দীর্ঘ ৫০ বছরের ভোগ দখলীয় সম্পত্তি রক্ষার্থে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন হয়েছে।
মঙ্গলবার ৪টা অক্টোবর দুপুর ১টায় উক্ত সংবাদ সম্মেলন পাঠ কালে কিরণ মন্ডল বলেন,
রমজাননগর মৌজার জেএল নং- ৭৬, ১ নং খাস খতিয়ানে ১৫৭৬ দাগে ১৭ শতক জমিতে পৈত্রিক সূত্রে ৫০ বছর যাবত শন্তিপূর্ন ভাবে ভোগ দখল করে আসছে। লোভ লালসায় একই গ্রামের মৃত অশোক মন্ডলের পুত্র সন্যাসী মন্ডল নিছক গায়ের জোরে অন্যায়ভাবে জবর দখল করার পায়তারা করে। এ ঘটনায় কিরণ মন্ডল সহকারি জজ আদালতে মামলা করে। মামলা নং- ২৫৯/২২। উক্ত মামলা বিচারাধিন থাকা অবস্থায় আদালত অমান্য করে ০৪/১০/২২ তারিখ সকাল ৮ টায় সন্যাসী তার সহযোগী একই গ্রামের ১২ জন কে সাথে নিয়ে দলবদ্ধ হয়ে কিরন চন্দ্র মন্ডলের পুকুর থেকে ৫৫ হাজার টাকার মাছ ধরে নেয় এবং উক্ত সম্পত্তি দখল করার চেষ্টা করে। এসময় কিরন চন্দ্রের ছোট ভাইয়ের স্ত্রী নিলা রানী ও কন্যা প্রিয়া বালা প্রতিবাদ করলে হামলাকারীরা তাদেরকে মারপিঠ করে গুরুতর জখম করে চলে যায়। যাওয়ার সময় খুন জখম ও বাড়িঘর ভাংচুর করবে এবং বাড়ী থেকে উচ্ছেদ করবে বলে হুমকি দেয়। গুরুতর আহত দুই মহিলা শ্যামনগর হাসপাতালে চিকিৎসাধীন। হামলাকারীদের এ নির্যাতন থেকে পরিত্রান পেতে এ সংবাদ সম্মেলনের মাধ্যমে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।