দুরপাল্লার বাস “গ্রীন লাইন” হতে ১০টি স্বর্ণের বার উদ্ধার

প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, জুন ২৩, ২০২২


মোঃ সাহিদুল ইসলাম শাহীন,বিশেষ প্রতিনিধি:-
বেনাপোল আন্তর্জাতিক চেকপোষ্ট(আইসিপি) এ অবস্থিত বাস টার্মিনালে অভিযান চালিয়ে দুরপাল্লার বাস “গ্রীন লাইন” হতে ১০টি স্বর্ণের বার(৭৬৬ গ্রাম) উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)’র যশোর সদর ব্যাটেলিয়ন(৪৯ বিজিবি)’র সদস্যবৃন্দ।

৪৯, বিজিবি’র যশোর ব্যাটেলিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল শাহেদ মিনহাজ সিদ্দিকি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, অদ্য ২৩ জুন ২০২২ ইং তারিখ আনুমানিক সকাল সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লেঃ কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী, অধিনায়ক, যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের একটি চৌকষ বিজিবি টহলদল বেনাপোল আইসিপি টার্মিনালের আশেপাশে অবস্থান নেয়। পরবর্তীতে চট্টগ্রাম হতে বেনাপোলগামী “গ্রীন লাইন” পরিবহনের একটি স্লিপিং বাস বেনাপোল আইসিপি বাস টার্মিনাল আসলে টহলদল বাসটি তল্লাশী করে বাসের সীটের নিচে লাল কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় ৭৬৬ গ্রাম ওজনের ১০ টি স্বর্ণের বার উদ্ধার করে।

উল্লেখ্য যে, উক্ত সীটের আসনধারী সন্দেহভাজন ব্যক্তি বিজিবি’র উপস্থিতি টের পেয়ে আগেই বাস থেকে নেমে যায়, যাকে গ্রেফতারের জন্য অভিযান চলমান রয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের সিজার মূল্য ৬৫,৮৭,৬০০/-(পঁয়ষট্টি লক্ষ সাতাশি হাজার ছয়শত) টাকা ধরা হয়েছে।

উদ্ধারকৃত স্বর্ণের বার ট্রেজারীতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।