দেবহাটায় ব্রাকের উদ্যোগে আইনি সুরক্ষা কর্মসুচির অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:০৩ পূর্বাহ্ণ, এপ্রিল ২০, ২০২২


বি এম বাবলুর রহমান তালা-সাতক্ষীরা

দেবহাটায় ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসুচির উদ্যোগে মাঝপারুলিয়া পল্লী সমাজে পল্লী সমাজ মিটিং অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার ১৯ এপ্রিল সাতক্ষীরা দেবহাটা মাঝপারুলিয়ায় বে সরকারী উন্নায়ণ সংস্থা ব্র্যাকের উদ্যোগে সামাজিক ক্ষমতায়ন আইন ও সুরক্ষা কর্মসূচি পল্লীসমাজ এর মিটিং অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মিটিং এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসারএবিএম খালিদ হোসেন সিদ্দিকি ও সামছুন্নাহার পারভীন(ফিল্ড অফিসার ব্র্যাক সেলপ দেবহাটা এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা সমন্বয়কারী,
এ কে এম আশরাফুল মাসরুদ,জেলা ব্যবস্থপক(সেলপ) সাতক্ষীরা মো হুমায়ন কবির মোঃ গোলাম ফারুক বাবু, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মো: ইউপি সদস্য,রবিউল ইসলাম,ইউপি সদস্য হাছিনা পারভীন এছাড়াও পল্লীসমাজের সদস্য উত্তরা দাস,সুশিলা দাস,মিনতী দাস, রত্না দাস, ফুলি দাস, অর্পনা দাস, শিলা দাস, মমতাজ বেগম,উষা প্রমূখ।

বক্তারা বাল্য বিয়ে, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।