দেশের প্রথম ওয়ানডে অধিনায়ক লিপুর মা আর নেই

প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ণ, জুন ২২, ২০২০

বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম ওয়ানডে অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপুর মা মিনা হোসেন আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। তার দুই ছেলে ও এক মেয়ের মধ্যে গাজী আশরাফ হোসেন লিপু সর্বকনিষ্ঠ। সোমবার বিকাল তিনটা ৫৫ মিনিটে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নিজ বাসায় তিনি মারা যান।

গাজী আশরাফ হোসেন লিপু যুগান্তরকে বলেন, আমার মা দীর্ঘদিন ধরেই কিডনিসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। বাদ এশা মোহাম্মদপুর ঈদগাহ মাঠের পাশে কবরস্থানে তাকে দাফন করা হবে।

গাজী আশরাফ হোসেন লিপুর বাবা গাজী শারাফাত হোসেন ১৯৮৩ সালে মৃত্যুবরণ করেন।

গাজী আশরাফ হোসেন লিপু জাতীয় দলের হয়ে ৭টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। ১৯৮৬ থেকে ১৯৯০ সাল পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলা ৭টি ওয়ানডে ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেন লিপু। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক ছিলেন।