দেশে অক্সিজেন সংকট নেই,সংকট সিলিন্ডারের

প্রকাশিত: ১১:৪৩ পূর্বাহ্ণ, জুন ১৬, ২০২০

করোনা আক্রান্ত রোগীর অন্যতম চিকিৎসা হলো অক্সিজেন দেয়া।তীব্র শ্বাসকষ্টেরর দরুন রোগীর পক্ষে বাতাসে থাকা অক্সিজেন ব্যবহার করা সম্ভব হয় না।
তাই সিলিন্ডার অক্সিজেন প্রয়োজন।
কিন্ত বাংলাদেশে চাহিদা বাড়ার সাথে সাথে দামও বেড়ে গেছে প্রায় দ্বিগুন।দ্বিগুন দামেও পাওয়া যায় না অনেক সময়।
এরই মধ্যে মেডিকেল অক্সিজেনের বদলে ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন সরবরাহের খবর জানা যায় যা মানব দেহের জন্য ক্ষতিকর।
এরই মধ্যে আবার সিলিন্ডার সংকটকে দায়ী করা হচ্ছে।
সরাসরি বাতাস থেকেই তৈরি করা যায় মেডিকেল অক্সিজেন।
বিভিন্ন ধাপে বাতাসে মিশ্রিত বিভিন্ন গ্যাস আলদা করা হয়।
বাতাস থেকে নাইট্রোজেন,কার্বন ডাই অক্সাইড, আর্গনসহ আরো অনেক গ্যাস পৃথক করে অক্সিজেন তৈরি করা হয়।
কাঁচামাল বাতাসে থাকার কারনে কাঁচামাল সংকট নাই।
কিন্তু বর্তমান পরিস্থিতিতে বিদেশ থেকে সিলিন্ডার আনা সম্ভব হচ্ছে না।