দেশে পৌঁছেছে ভারতের উপহার দেওয়া ২০ লাখ ডোজ টিকার প্রথম অংশ

প্রকাশিত: ১২:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২১

ভারত সরকারের উপহার হিসেবে পাঠানো অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দেশে পৌছেছে। বন্ধুত্বের স্বীকৃতিসরূপ ভারত সরকার বাংলাদেশকে ২০ লাখ ডোজ টিকা উপহার দিচ্ছে। এর মধ্যে ১৭ লাখ ৯৯ হাজার ২৬২ টিকা মুম্বাই থেকে এয়ার ইন্ডিয়ার একটি কার্গো বিমানে এই টিকা আজ বৃহস্পতিবার বেলা ১১:৩০ এর দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছায়।

বাংলাদেশে টিকা পৌঁছানোর পরে ভারতের পররাষ্ট্র মন্ত্রী ড. এস জয়শঙ্কর টুইটারে টুইট করেছেন। তিনি লিখেছেন, “টিকা ঢাকায় পৌঁছেছে। এটা আবারো বাংলাদেশ-ভারত সম্পর্কের সর্বোচ্চ অগ্রাধিকার পুনরায় প্রমাণ করলো।”

এছাড়া ভারত থেকে বেসরকারি উদ্যোগেও টিকা আনা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামী ৮ ফেব্রুয়ারি থেকে করোনার টিকা প্রদান শুরু হতে পারে।