নাটোরবাসীকে কত ভালবাসছেন এবং কি পেয়েছেন সেই স্মৃতি স্মরণ করলেন সবার উদ্দেশ্যে ওসি মনিরুল।।

প্রকাশিত: ১২:৫৪ অপরাহ্ণ, জুন ৮, ২০২০
মোঃ সুরুজ আলী, বড়াইগ্রাম(নাটোর)প্রতিনিধি:প্রিয় নাটোর জেলাবাসী, আসসালামু আলাইকুম এবং অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতি আদাব। আমি দীর্ঘ ৭ বছরের অধিক অফিসার ইন-চার্জ হিসেবে নলডাঙ্গা, বড়াইগ্রাম, বাগাতিপাড়া, সিংড়া থানায় দায়িত্ব পালন করেছি। আমি এসব থানায় অফিসার ইন-চার্জ হিসেবে দায়িত্ব পালনকালে জনবান্ধব পুলিশিং করার চেষ্টা করেছি। আমি চেষ্টা করেছি এসব থানা এলাকা হতে মাদক, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ এবং আইন-শৃংখলা পরিবেশ শান্ত রাখা। আমি সকল শ্রেণী পেশার মানুষকে সবসময় আইনগত সহায়তা দেওয়ার চেষ্টা করেছি। আমি চেষ্টা করেছি অসহায় বৃদ্ধ বাবা-মাকে তাদের সন্তানদের কাছে ফিরিয়ে দেবার। আমার কর্মকালীন সময়ে ছয়জন পুলিশ সুপার স্যারের সাথে কাজ করার সুযোগ পেয়েছি। সকল পুলিশ সুপার স্যারগণ আমাকে এসব কাজে অনুপ্রাণিত করেছেন এবং বিভিন্ন দিক-নির্দেশনা দিয়েছেন। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি নাটোর জেলার সকল এম.পি স্যারদেরকে। আমার সৌভাগ্য হয়েছে নাটোর জেলার সকল এম.পি স্যারদের সাথে কাজ করার। সকল এম.পি স্যারগণও তাদের নিজ নিজ এলাকায় মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদসহ আইন-শৃঙখলা রক্ষায় সার্বিক সহায়তা করেছেন। আমি কতটুকু সেবা করতে পেরেছি তা আমি জানিনা। তবে এতটুকু জানি, আমি মনে প্রাণে আপনাদের সেবা করার চেষ্টা করেছি। চেয়েছি পুলিশ-জনগণের মধ্যে সু-সম্পর্ক গড়ে তুলে অপরাধ কমিয়ে আনার। আমি অবশেষে এতটুকু বলতে চাই, আমি জনগণের কাছ থেকে যে ভালবাসা পেয়েছি, তা কখনো ভোলার নয়। আমি মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের এই ভালোবাসা মনে রাখব। আমি মনের অজান্তে যদি আপনাদের কাউকে কখনো কষ্ট দিয়ে থাকি, তা মনে পুষে না রেখে ক্ষমা-সুন্দর দৃষ্টিতে দেখবেন। অবশেষে সবার মঙ্গল কামনা করছি। ভালো থাকুন, নাটোরের বনলতা সেন, চলনবিল, বিলহালতি ঘেরা নাটোরবাসী।