নাটোরে covid 19 pandemic পরিস্থিতিতে ১১ পদাতিক    ডিভিশন বগুড়া অঞ্চল এর সার্বিক ব্যবস্থাপনায় গরীব দুস্থ জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করেছে সেনাবাহিনী।                       

প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২১

নাটোরে covid 19 pandemic পরিস্থিতিতে ১১ পদাতিক

ডিভিশন বগুড়া অঞ্চল এর সার্বিক ব্যবস্থাপনায় গরীব দুস্থ জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করেছে সেনাবাহিনী।                         নাটোর প্রতিনিধি।১১ পদাতিক ডিভিশন বগুড়া অঞ্চল এর সার্বিক তত্ত্বাবধানে ১৭ প্যারা পদাতিক ব্যাটেলিয়নের ব্যবস্থাপনায় ২৫ ফিল্ড এ্যাম্বুলেন্সের এর পরিচালনায় নাটোর জেলার বড়াইগ্রামের রাজাপুর এবং গোপালপুর গরীব দুস্থ জনসাধারণের জন্য ০২ টি ভ্রাম্যমান মেডিক্যাল ক্যাম্পেইনের আয়োজন করে সেনাবাহিনী। দিনব্যাপী এই কার্যক্রমে জনসাধারণকে বিনামূল্যে মেডিকেল চেকআপ এবং ওষুধ বিতরণ করা হয়।এসমম ডিভিশনের এডি এম এস কর্ণেল পিকে মাসুদ উল আলম,১৭প্যারা অধিনায়ক লেঃ কর্নেল মোঃ রেজাউল করিম,পিএসসি মেজর আল মুঈদ আহমেদ,লেঃ শাহেদুর রহমান ২৫ ফিল্ড এ্যাম্বুলেন্সের মেডিকেল অফিসার ক্যাপ্টেন সাকিব সহ সেনাবাহিনীর অন্যান্য সদস্য এবং স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ আবদুর রহমান উপস্থিত ছিলেন।