নিজামপুরে চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওহাবের বিশাল মটর সাইকেল র‍্যালী ও নির্বাচনী গণসংযোগ

প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২১

জাহিদ হাসানঃ

শার্শা উপজেলার ১১নং নিজামপুর ইউনিয়ান পরিষদ নির্বাচনে নৌকার দলীয় মনোনয়ন চেয়ারম্যান পদ প্রার্থী আব্দুল ওহাবের এক বিশাল মটর সাইকেল র‍্যালী, নির্বাচনী গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়।

শনিবার (৬নভেম্বর) ৩ টার সময় শার্শার নিজামপুর ইউনিয়নের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল ওহাবের এর পক্ষে বর্তমান নিজামুপর ইউনিয়নের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ শার্শা উপজেলা শাখার সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, আবুল কালাম আজাদের নেতৃত্বে প্রায় ৮ শতাধিক মটরসাইকেল নিয়ে এক বিশাল শোভাযাত্রা ১১ নং নিজামপুর ইউনিয়নের গোড়পাড়া বাজার থেকে শুরু হয়ে র‍্যালীটি নিজামপুর ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। নিজামপুর ইউনিয়ন এর ২নং ওয়ার্ডের নির্বাচনী গণসংযোগ সভা স্থলে এসে সমাপ্ত হয় ৷

বাসাবো বাজারের এক পথ সভার বক্তব্যে চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওহাব বলেন, আওয়ামীলীগের সংগঠন একটি বৃহৎ বটবৃক্ষের মতো। যার শীতল ছায়ায় আজ বাংলাদেশের মানুষেরা প্রাণ জুড়াচ্ছে। দেশের সকল স্তরে আজ উন্নয়ন হচ্ছে। এজন্য দেশের উন্নয়নকে অব্যাহত রাখতে সবাইকে আওয়ামীলীগের সাথেই থাকতে হবে। তিনি সকলের কাছে নিজের জন্য দোয়া এবং ভোট প্রার্থনা করেন।

উক্ত নির্বাচনী প্রচার গণসংযোগ ও নৌকার পক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব‍্যাহত রাখতে ও শেখ আফিল উদ্দিন এমপি এর হাতকে শক্তিশালী করতে সকলকে একতাবদ্ধ হয়ে কাজ করে বিপুল ভোটে নৌকা মার্কার প্রার্থী আব্দুল ওহাব কে বিজয়ী করার শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সুধীজনেরা।

উক্ত নির্বাচনী গণসংযোগ ও পথসভায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ আওয়ামী লীগ শার্শা উপজেলা শাখার সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব সিরাজুল হক মঞ্জু, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, যুগ্ন সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস‍্য, মোঃ ইব্রাহিম খলিল, শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নিজামপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক খলিলুর রহমান, নিজামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আলাউদ্দীন খাঁন, সাধারন সম্পাদক গোলাম সরোয়ার নিতু, অর্থবিষয়ক সম্পাদক আবু মুসা, যুবলীগ নেতা আলমগীর হোসেন পিন্টু।

অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন৷ ১নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আব্দুস সোবাহান,সাধারন সম্পাদক কামরুজ্জামান ডিটু,২নং ওয়ার্ড সভাপতি ফইমদ্দিন খান, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম,৩নং ওয়ার্ড সভাপতি মশিয়ার রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,৪নং ওয়ার্ড সভাপতি জামশেদ আলী, সাধারন সম্পাদক আইনাল হক,৭নং ওয়ার্ড সভাপতি মিকাইল হোসেন সাধারণ সম্পাদক আশরাফুল আলম ভূট্রো,৯নং ওয়ার্ড সভাপতি লাল্টু মিয়া, সাধারণ সম্পাদক শাহজান শিকদার।

১নং ওয়ার্ড যুবলীগ সভাপতি মিজানুর রহমান,সাধারণ সম্পাদক রিজাউল ইসলাম,২নং ওয়ার্ড সভাপতি আঃ রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, ৪নং ওয়ার্ড সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক কিতাব চৌধুরী, ৫নং ওয়ার্ড সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, ৭নং ওয়ার্ড বাবুল হোসেন, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম,৮নং ওয়ার্ড সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক শ্রী লক্ষণ,৯নং ওয়ার্ড সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ,

এছাড়া অনন্যদের মধ‍্যে উপস্থিত ছিলেন, নিজামপুর ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোঃ বিল্পব আহম্মেদ ,ছাএলীগ নেতা মামুন শিকদার, শরিফুল ইসলাম, আসাদুজ্জামান আরমান,নজরুল ইসলাম প্রমূখ।