নিয়োগ বাণিজ্যের প্রতিবাদ করায় ইউপি সদস্যের প্রাণনাশের হুমকি” থানায় জিডি

প্রকাশিত: ৯:৪৮ পূর্বাহ্ণ, অক্টোবর ১৫, ২০২২

এম কামরুজ্জামান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধিঃ

সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী সুন্দরবন মাধ্যমিক বিদ্যায়লে
নিয়োগ বাণিজ্যের প্রতিবাদ করায় মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য আঃ জলিলের জীবননাশের হুমকি দেওয়া বিদ্যালয়ের সভাপতি মরগাং গ্রামের আব্দুল মজিদ সরদারের ছেলে এস এম রবিউল ইসলাম ও বড়ভেটখালী গ্রামের নওশের আলী ফকিরের ছেলে আজিজুল হকের বিরুদ্ধে ১৪ অক্টোবর থানায় জিডি করেছে ইউপি সদস্য আঃ জলিল যাহার নাম্বার-৭২৬।
জিডি সূত্রে জানা যায়,গত ৯ (সেপ্টম্বর) বিদ্যালয়ে পরিচ্ছন্ন কর্মী, নৈশ্য প্রহরী,অফিস সহায়ক এ তিনটা পদে নিয়োগে ৪৫ লক্ষ টাকা নিয়ে গোপনে নিয়োগ বাণিজ্য করে। তার প্রতিবাদ প্রতিবাদ করায় স্কুল ম্যনেজিং কমিটির সভাপতি এস এম রবিউল এর গুন্ডা বাহিনী দিয়ে স্থানীয় ইউপি সদস্য আব্দুল জলিল কে জীবন নাশের হুমকি প্রদান করেছে।এবং তার পরিবারের মান সম্মান নষ্ট সহ মিথ্যা মামলা দেওয়ার হুমকি দিয়েছে।স্থানীয় ইউপি সদস্যকে হুমকি প্রদান করায় এলাকার সর্বস্তরের জনগন জোর প্রতিবাদ যানিয়েছেন।
আরো জনাযায়,সুন্দরবন স্কুলের ম্যনেজিং কমিটির সভাপতি এস এম রবিউল সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হবার পর থেকে বিভিন্ন রকম দূর্নিতি সহ নিয়োগ বানিজ্য করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে,আর এই অন্যায় প্রতিবাদ করতে যেয়ে বিভিন্ন লোকজন তার রসনলে পড়ে সর্বচ্ছ হারিয়েছে।এস এম রবিউল এবাং তার গুন্ডা বাহিনীর দ্বারা এই সুনামধন্য সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয় দৃর্ঘ দিন নিয়ন্ত্রণ করছে।তার এই ক্ষমতার উৎস কোথায় যানতে চাই অত্র এলাকা বাসী,স্কুল প্রতিষ্ঠানে বারে বারে দূর্নিতি অনিয়মের বিরুদ্ধে ফুসে উঠছে এলাকা বাসী, এবং এই দূর্নিতিবাজ সভাপতির পদত্যাগের দাবী করেছেন।