পশ্চিমবঙ্গে এগিয়ে মমতা

প্রকাশিত: ১১:০২ পূর্বাহ্ণ, মে ২, ২০২১

পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯২টি আসনের ভোট গণনা আজ রোববার ভারতীয় সময় সকাল আটটা (বাংলাদেশ সময় সাড়ে আটটা) থেকে শুরু হয়েছে। ভোট গণনার প্রায় দেড় ঘণ্টা পর দেখা যাচ্ছে, ক্ষমতাসীন তৃণমূল সামান্য ব্যবধানে এগিয়ে আছে।

এখন পর্যন্ত প্রথম রাউন্ডের গণনা শেষ হয়েছে বিভিন্ন ভোটকেন্দ্রে। সেখানে তৃণমূল-বিজেপির প্রার্থীদের মধ্যে প্রচণ্ড লড়াইয়ের ইঙ্গিত স্পষ্ট। এখনই বলা যাচ্ছে না কোন দল ক্ষমতায় আসছে বা কোন দল জিততে চলেছে বা হারছে। কারণ, প্রতিটি কেন্দ্রে কয়েক রাউন্ড ভোট গণনা হয়।

নন্দীগ্রামে সর্বশেষ খবরে জানা যাচ্ছে, মমতার থেকে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। প্রথম রাউন্ডে তিনি এগিয়ে আছেন ১ হাজার ৪৯৭ ভোটে।

ভারতীয় সময় সকাল সাড়ে নয়টায় এবিপি আনন্দ তাদের সর্বশেষ বুলেটিনে বলেছে, তৃণমূল এগিয়ে আছে ১১৫টি আসনে। আর বিজেপি এগিয়ে আছে ১০৬টি আসনে। কংগ্রেস-বাম দল ও আইএসএফের গড়া সংযুক্ত মোর্চা এগিয়ে আছে ৬টি আসনে।

বিধানসভার মোট আসন ২৯৪টি থাকলেও নির্বাচনের মধ্যে দুই প্রার্থীর মৃত্যু হওয়ায় দুটি আসনের নির্বাচন স্থগিত হয়। ফলে, আজ ২৯২টি আসনের ভোট গণনা শুরু হয়েছে কড়া নিরাপত্তার মধ্যেই।