পুতিনকে যুদ্ধাপরাধী বলায় জো বাইডেনের বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া

প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২২

মাসের কাছাকাছি গড়ালেও ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ শেষ হওয়ার কোন লক্ষণ ই দেখা যাচ্ছেনা। এ নিয়ে মুখোমুখি রাশিয়া ও পশ্চিমারা।এ আগ্রাসনের কারণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘যুদ্ধাপরাধী’ হিসেবে আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া।

পুতিন সম্পর্কে বাইডেনের এমন মন্তব্যকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছে রাশিয়া।এর আগে পুতিনকে যুদ্ধাপরাধী হিসেবে ঘোষণা করার জন্য জাতিসংঘের প্রস্তাবে সমর্থন জানায় মার্কিন সিনেট। এর এক দিন পরই এমন মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট। এর আগে যুক্তরাষ্ট্র ইউক্রেনে রাশিয়ার হামলার সমালোচনা করলেও এই প্রথম পুতিনকে যুদ্ধাপরাধী বললেন বাইডেন।