প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর নিয়ে নবীগঞ্জ ইউএনওর প্রেস ব্রিফিং

প্রকাশিত: ২:৪৬ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২২

মোঃ সেলিম উদ্দিন,নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ

হবিগঞ্জের নবীগঞ্জে ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর নিয়ে প্রেস ব্রিফিং করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মহি উদ্দিন।

২০ জুলাই বুধবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে এসিল্যান্ড উত্তম কুমার দাস, সার্ভেয়ার হাবিবুর রহমান সহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিংয়ে ইউএনও জানান, আগামি ২১ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের ভূমিহীন ও গৃহহীনদের জন্য ভিডিও কনফারেন্স এর মাধ্যমে উপকার ভোগীদের নিকট জমি সহ ঘর উদ্বোধন করবেন।

এদিন নবীগঞ্জ উপজেলার আলমপুর ৪৬ টা (জয় বাংলা পল্লী), বৈঠাখাল ৪টি (মুজিব স্বপ্ন লোক) সহ মোট ৫০ টি পরিবারের জন্য নির্মিত ঘরের চাবি ও জমির দলিল উপকারভোগীদের মাঝে হস্তান্তর করা হবে।