ফ্রান্সের পর স্পেনে শনাক্ত হলো ভারতীয় করোনার স্ট্রেন

প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ণ, মে ৬, ২০২১

ফ্রান্সের পর এবার স্পেনে শনাক্ত হলো করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট। এ কথা জানিয়েছেন স্পেনের স্বাস্থ্য মন্ত্রী। স্পেনে এখন পর্যন্ত ১১ জনের শরীরে করোনা ভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট খুঁজে পাওয়া গেছে।

স্বাস্থ্যমন্ত্রী ক্যারোলিনা ডারিয়াস জানিয়েছেন, স্বাস্থ্য কর্মকর্তারা সাম্প্রতিক দিনগুলিতে করোনার এই মামলাগুলো ক্ষেত্রে দুটি পৃথক প্রাদুর্ভাবের খোঁজ পেয়েছেন। তবে কোথা থেকে এই ভারতীয় ভ্যারিয়েন্ট স্পেনে পৌঁছালো তা এখনও জানা যায়নি।
তিনি আরও জানান,গত সপ্তাহে স্পেনের পক্ষ থেকে ভারতকে সাহায্য করার জন্য ৭ টন চিকিৎসা সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে স্পেন সরকার। বৃহস্পতিবার বিমানের সাহায্য সেই প্রতিশ্রুতি মাফিক অক্সিজেন ও শ্বাস-প্রশ্বাসের প্রয়োজনীয় মেশিন সরবরাহ করা হবে। ইতিমধ্যে বিমানটি রওনাও দিয়ে দিয়েছে।

কিছুদিন আগে ভারতীয় করোনা স্ট্রেন দ্বারা আক্রান্ত হয়েছেন তিন জন ফরাসি নাগরিক। প্রথম ভারতীয় স্ট্রেন নিয়ে ধরা পড়েন দক্ষিণ পশ্চিম ফ্রান্সের এক মহিলা। তিনি সম্প্রতি ভারতে এসেছিলেন এবং ভারত থেকে স্ট্রেন নিয়ে যান সেই দেশে। বুধবারই এই বিষয়ে নিশ্চিত করেছিল ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রণালয়। বাকি দুজনও নতুন ভ্যারিয়েন্ট আমদানি করে নিয়ে গিয়েছে তাদের দেশে। এরা আবার দক্ষিণ – পূর্ব ফ্রান্সের বাসিন্দা। করোনা থেকে বাঁচতে সে দেশের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ জানিয়েছেন, ফ্রান্সের যে সমস্ত ক্যাফে রেস্তোরাঁ রয়েছে তা এবার ধীরে ধীরে খোলা হবে কারণ সেখানে সংক্রমণ রুখতে এক মাসের কড়া লকডাউনের ঘোষণা করা হয়েছিল। ১৯ মে থেকে বেশ কিছু বিধি নিষেধ মেনে খুলবে মিউজিয়াম, সিনেমাহল, থিয়েটার।