বড়াইগ্রামে যক্ষা টিবি ম্যালেরিয়া কভিড-১৯ প্রতিরোধ বিষয়ক ওরিয়েন্টেশন।

প্রকাশিত: ৩:১০ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২২

বড়াইগ্রামে যক্ষা টিবি ম্যালেরিয়া কভিড-১৯ প্রতিরোধ বিষয়ক ওরিয়েন্টেশন।

 

সুরুজ আলী,

নাটোরের বড়াইগ্রাম বনপাড়া  হয়ে গেল টিবি, ম্যালেরিয়া, এইচ.আইভি. কভিড-১৯ কার্যক্রমের উপর ওরিয়েন্টেশন ।

আজ ২০শে মার্চ সোমবার সকাল ১০ টায় বনপাড়া মোল্লা কমিউনিটি সেন্টারে জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচি ও ব্র্যাকের উদ্যেগে এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।                                                উক্ত ওয়ারিন্টেশনে মাঝগাঁও ইউপি চেয়ারম্যান প্রভাষক এম,এ আলীমের সভাপতিত্বে আয়োজিত ওরিয়েন্টেশনে উপস্থিত ছিলেন এত্র এলাকার জনপ্রতিনিধি, মসজিদের ইমাম, চিকিৎসক,শিক্ষক ও সাংবাদিক। ওরিয়েন্টেশনে টিবি, ম্যালেরিয়া, এইচ.আইভি. কভিড-১৯ সংক্রমন রোধ ও প্রতিরোধের বিষয় নিয়ে আলোকপাত করে বক্তব্য রাখেন ব্র্যাক এর এরিয়া সুপারভাইজার মো. আবুল বাসার, বনপাড়া পৌর কাউন্সিলর মোস্তাফিজুর রহমান মাসুদ, সাইফুল ইসলাম প্রমুখ।