বড়াইগ্রামে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত।

প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২০

 

 

বিশেষ প্রতিনিধি।বড়াইগ্রামে উপজেলা চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারীর আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।

আজ ১৪ ডিসেম্বর সোমবার উপজেলা হলরুমে এই বুদ্ধিজীবী দিবস পালিত হয়।

অনুষ্ঠানে নগর ইউনিয়ন যুবলীগের সভাপতি অ্যাডভোকেট জুলফিকার আলী মিঠুর সঞ্চালনায় এবং আব্দুস সোবাহান প্রামানিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ও নাটোর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ মোঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী, এসময় আরো উপস্থিত ছিলেন – নাটোর জেলা পরিষদ সদস্য আবুল কালাম জোয়ারদার, বনপাড়া পৌর আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ৭ নং চান্দাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুজ্জামান দুলাল, ৭ নং চান্দাই ইউনিয়নের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ইন্তাজ। বড়াইগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক সরদার ১ নং জোয়াড়ী ইউনিয়নের ১ ইউপি সদস্য ফেরদৌসুল আলম, মাঝগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক। যুবলীগ নেতা ইলতাস উদ্দিন মিঠু, বঙ্গবন্ধু সৈনিক লীগ নেতা মোতালেব হোসেন এবং আজাদুল বারী প্রমুখ।আলোচনা শেষে ১৯৭১ সালের শহীদ বুদ্ধিজীবী এবং মুক্তিযুদ্ধের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।