বর্তমানে ৪১, ২০৩৫ সালে ২৫ তম!!

প্রকাশিত: ৯:৪৩ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২১

বাংলাদেশ বর্তমানে বিশ্বের শীর্ষ ৪১তম বড় অর্থনীতির দেশ। ২০৩৫ সালে বাংলাদেশ ২৫তম বৃহৎ অর্থনীতির দেশ হবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।

২৯ ডিসেম্বর ২০২১ তারিখ সকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত বণিক বার্তার দ্বিতীয় বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন ২০২১ এ মূল প্রবন্ধ উপস্থাপনার সময় এ আশাবাদ ব্যক্ত করেন গভর্নর।

ফজলে কবির বলেন, বাংলাদেশ এখন বিশ্বের শীর্ষ ৪১তম বড় অর্থনীতির দেশ। তবে আগামী ২০৩৫ সালে বাংলাদেশ ২৫তম বৃহৎ অর্থনীতির দেশ হবে। সামনের দিনে দেশের অর্থনীতিতে বেশ কয়েকটি চ্যালেঞ্চ রয়েছে। এর মধ্যে কভিডজনিত ক্ষতি কাটিয়ে উঠতে বাংলাদেশ ব্যাংক নেতৃত্বের ভূমিকা পালন করেছে বলেও তিনি মন্তব্য করেন।

গভর্নর ফজলে কবির আরো বলেন, কোভিড ১৯ পরিস্থিতিতে বিশ্ব অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়ে। নতুন করে দারিদ্রসীমায় প্রবেশের সংখ্যা বেড়েছে আশঙ্কাজনক হারে। বিশ্বের বিভিন্ন দেশের তুলনায় বাংলাদেশের অর্থনীতি তেমন একটা বিপর্যস্ত হয়ে পড়েনি। দেশের অর্থনীতির মেরুদণ্ড সোজা রাখতে এবং কভিডের ক্ষতি কাটিয়ে উঠতে নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বণিক বার্তার দ্বিতীয় বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে অংশ নিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশ অনেক দূর এগিয়েছে বলে মন্তব্য করেছেন বক্তারা। এই এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অর্থনৈতিক পুনর্গঠন ছিল টার্নিং পয়েন্ট। বাংলাদেশ ব্যাংক যার নেতৃত্ব দিচ্ছে বলেও তারা মন্তব্য করেন।