বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ঢাকা ব্যাংকের অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর

প্রকাশিত: ১১:২৭ অপরাহ্ণ, মে ২০, ২০২০

বাংলাদেশ ব্যাংক এবং ঢাকা ব্যাংক লিমিটেডের মধ্যে গত সোমবার বাংলাদেশ ব্যাংক প্রাঙ্গণে বাংলাদেশের ক্ষতিগ্রস্ত শিল্প ও সেবা খাতের গ্রাহকদের সুবিধা প্রদানের জন্য একটি অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়। এই অংশীদারিত্ব চুক্তির আওতায় শিল্প ও সেবা খাতের ক্ষতিগ্রস্ত বৃহৎ গ্রাহকদের জন্য ১৫ হাজার কোটি টাকার পুনঃতফসিল প্রকল্পের আওতায় বার্ষিক ৪ শতাংশ সুদ হরে ওয়ার্কিং ক্যাপিটাল সুবিধা প্রদান করা হবে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. মাসুদ বিশ্বাস এবং ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এমরানুল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে ওই চুক্তিতে স্বাক্ষর করেন। স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের জিএম ও ডিওএস মো. শহিদুল ইসলাম, ডিজিএম ও ডিওএস মো. আমিনুর রহমান চৌধুরী এবং ঢাকা ব্যাংকের এসইভিপি ও হেড ও সিআরএম ডিভিশন মো. আব্দুল মতিন।—বিজ্ঞপ্তি