বাংলা ভাষায় লেখা হল লন্ডনের স্টেশনের নাম

প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২২

লন্ডনে বাংলাদেশীদের ‘আদি ঠিকানা’ হিসেবে পরিচিত ব্রিকলেন। ব্রিকলেন মসজিদ ও ইস্ট লন্ডন মসজিদ সহ আশেপাশের অনেক দোকানের নাম বাংলায় লেখা। এই এলাকার সড়কগুলোতে হাঁটলে মনে হয় দূরদেশে এক টুকরো বাংলাদেশ। এবার সেই গৌরবগাঁথার সাথে যুক্ত হলো আরও একটি নতুন ধাপ। এই এলাকার একটি ট্রেন স্টেশনটির নাম লেখা হলো বাংলায়।

হোয়াইটচ্যাপেল স্টেশন নামে এই স্টেশনটি বাংলাদেশি কমিউনিটি অধ্যুষিত পূর্ব লন্ডনে অবস্থিত। প্রতিদিন এই স্টেশন দিয়ে চলাচল করেন বিভিন্ন ভাষাভাষী ও জাতিসত্তার হাজার হাজার মানুষ। এখন থেকে তারা ইংরেজির পাশাপাশি বাংলায় দেখবেন হোয়াইটচ্যাপেল স্টেশনের নাম। সম্প্রতি নতুন সাইন‌বোর্ডটি স্টেশ‌নে যুক্ত করা হয়।