বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে একতা প্রেসক্লাব এর শ্রদ্ধা নিবেদন

প্রকাশিত: ১১:৩৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২১

জাহিদ হাসানঃ

স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের বিজয়ের ৫০ বছর পূর্ণ হলো। আজ ১৬ ডিসেম্বর বিজয়ের সুবর্ণ জয়ন্তী। একটি জাতির জন্য এই বয়স তেমন কিছু নয়; তবে দেশ হিসাবে ৫০ বছর সময় একেবারে কম নয়। চীন, ভিয়েতনাম ৫০ বছরে অনেকদূর এগিয়েছে; বাংলাদেশও পিছিয়ে নেই। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় অনেক রক্তের বিনিময়ে অর্জিত। দীর্ঘ ৯ মাস যুদ্ধের মাধ্যমে বিজয় অর্জন করেছি। দীর্ঘ পঞ্চাশ বছরে প্রাপ্তির হিসেবে গড়মিল থাকলেও অর্জন কম হয়নি। আমাদের প্রাপ্তির তালিকা বেশ বড়, সমৃদ্ধ, গৌরবময়। এ সময়ে আর্থ সামাজিক উন্নতি এবং মানুষের যাপিত জীবনে ব্যাপক উন্নতি হয়েছে। শুধু বার্ষিক অর্থ বছরের বাজেট বেড়েছে ৭৬৭ গুণ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ পেয়েছি আর তার কন্যা শেখ হাসিনা দেশকে নিয়ে গেছেন উন্নয়নের মহাসড়কে।

মহান বিজয় দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার ভোর ৭.৩০ মিমিটে একতা প্রেসক্লাবের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন একতা প্রেসক্লাবের সভাপতি মোঃওহিদুল ইসলাম,সিনিয়র সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক সুমন হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক আওয়াল হোসেন , অর্থ সম্পাদক মোঃ জাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইবুর রহমান,প্রচার সম্পাদক মোঃ আবদুল্লাল আল মামুন, আইন বিষয়ক সম্পাদক তৌহিদুর রহমান, কার্যকরী সদস্য মোঃ মারুফ হোসেন, রহিম, মহাসিন আলম সহ অন্যান্য সদসবৃন্দ।