বৃহস্পতিবার যশোরে ৪০ জনের করোনা শনাক্ত; বিস্তারিতসহ

প্রকাশিত: ৯:৩০ পূর্বাহ্ণ, এপ্রিল ২৩, ২০২১

যশোরে আশংকাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রমণের হার। ২২ এপ্রিল বৃহস্পতিবার যশোর নতুন করে ১৭৭ জনের নমুনা পরীক্ষায় আরও ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদের মধ্যে আছেন, সদর উপজেলার ৩৩ জন, বাঘারপাড়ায় ১ জন, চৌগাছায় ১ জন, ঝিকরগাছায় ২ জন, কেশবপুরে ১ জন, মণিরামপুরে ১ জন ও শার্শায় ১ জন।
সিভিল সার্জন শেখ আবু শাহীন জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে একশ’ ৫৯ জনের নমুনা পরীক্ষায় ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। বাকি নমুনাগুলো পরীক্ষা করা হয় খুলনা মেডিকেল কলেজের ল্যাবে।

বৃহস্পতিবার পর্যন্ত যশোর জেলার ৩৩ হাজার ৮৬৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে শনাক্ত হয়েছেন ৬ হাজার ৭২ জন এবং সুস্থ হয়েছেন ৫ হাজার ২০০ জন। মৃত্যু হয়েছে ৬৮ জনের।