বেতনের জন্য চাপ ইংলিশ মিডিয়াম স্কুল কতৃপক্ষের

প্রকাশিত: ২:৩১ অপরাহ্ণ, জুন ২৫, ২০২০

বিশ্ব জুড়ে করোনা মহামারীতে বিধ্বস্ত জনজীবন।আর্থিক অবস্থাও ভেংগে পড়ছে অনেক পরিবারের।চাকুরী হারানোর আশংকা, বেতন না পাওয়ার কিংবা বেতন কমানোর আংশকা তাড়া করছে সবাইকে।
স্কুল কলেজ সহ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ গত মার্চ মাস থেকেই।কিন্তু এরই মধ্যে ইংলিশ মিডিয়াম স্কুল গুলো হয়ে উঠছে বেপরোয়া।বেতনের জন্য একের পর এক চাপ দিচ্ছে স্কুল কতৃপক্ষ।অভিভাবকরা এমনই অভিযোগ করছে।
কয়েকটি স্কুল ইতোমধ্যে বেতন অর্ধেক নিচ্ছে বা কয়েকটি স্কুল কিস্তিতে বেতন পরিশোধের কথা জানিয়েছে।
আহ্বায়ক কল্যান ওয়ার্দার আশা করেন যে স্কুল কতৃপক্ষ অতিশীঘ্র মানবিক ব্যবস্থা গ্রহন করবে।
এ নিয়ে সরাসরি কথা বলতে অনীহা প্রকাশ করেছে স্কুল কতৃপক্ষ।শিক্ষা মন্ত্রণালয় থেকে কেউই এ বিষয়ে কথা বলছে চাচ্ছেন না।
ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্রদের সংঘটন “Society for Student Development “(SSD) এর সিলেট শাখা পরিচালক ডাঃ সোহরাব হোসাইন জানান ইংলিশ মিডিয়াম স্কুলের সব ছাত্রের পরিবারই যে স্বচ্ছল এমনটা ভাবার অবকাশ নেই।স্কুল কতৃপক্ষের এমন আচরণ আসলেই অমানবিক।
এ অবস্থা নিয়ে ধোঁয়াশায় আছেন অভিভাবকগন।দ্রুত এ অবস্থার সমাধান চান তারা