বেনাপোলে করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ

প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ, জুন ৯, ২০২১

যশোরের বেনাপোল ভারত সীমান্ত শহর। সম্প্রতি এ শহরে ভারত থেকে আসা যাত্রীদের বিভিন্ন হোটেলে রাখা হচ্ছে। সীমান্ত সংলগ্ন হওয়ায় এখানে করোনা বাড়ার আশঙ্কা বেশি। তাই বেনাপোল পৌর এলাকায় স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দিয়েছেন পৌর মেয়র আশরাফুল আলম লিটন।

সে অনুযায়ী মঙ্গলবার (৮ জুন) সকাল থেকে বেনাপোল পৌর সভার কর্মকর্তা-কর্মচারীরা এ নির্দেশনা বাস্তবায়নের জন্য মাঠে নামেন। সারাদিন তারা পথচারীদের স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন।

মাইকিং করে ফুটপাত থেকে সকল দোকান সরিয়ে নেয়ার নির্দেশনা দেন। এরপর যেসব ফুটপাতের দোকান নির্দেশনার পরও সরিয়ে নেয়নি, তাদের বিকেলে পৌর কর্তৃপক্ষ এবং পৌরসভার নিজস্ব পৌর পুলিশ ফুটপাত থেকে দোকান উচ্ছেদের অভিযান চালায়। এ সময় মাইকিংও করা হয়।