বেনাপোলে গাঁজা,ফেন্সিডিল ও মদ সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ১১:৪২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২২

আরিফুল ইসলামঃ

যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্ত থেকে ২ কেজি গাঁজা,৮ বোতল ফেন্সিডিল ও ২ বোতল বিদেশী মদ সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

সোমবার (১৪ ফেব্রুয়ারী) পৃথক ২ অভিযানে বেনাপোল পোর্ট থানার ২ নং ঘিবা দক্ষিনপাড়া গ্রামস্থ ধৃত আসামী মোঃ আলমগীর হোসেন (৪০) পিতা-মোঃ মুজিবার রহমান, পূর্ব দুয়ারী বসত ঘরের উত্তর পাশে রুমের খাটের নিচে ০২ (দুই) কেজি গাঁজাসহ তাকে আটক করে।

অপার দিকে,গাতিপাড়া গ্রামস্থ এতিমখানা মোড়ে জনৈক মোঃ মনির হোসেন এর মুদির দোকানের পূর্ব পার্শ্বে গাতিপাড়া টু বড় আচঁড়াগামী পাকা রাস্তার উপর হতে ০২ (দুই) বোতল বিদেশী মদ সহ, গাতিপাড়া গ্রামের, মোঃ জনি হোসেন (২৬), পিতা-মোঃ ফজলুর রহমান, আটক করে পুলিশ। এছাড়া পরিত্যক্ত অবস্থায় ০৮ (আট) বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়,মাদকবিরোধী অভিযানে মাদক পাচারের গোপন খবর পেয়ে,পৃথক পৃথক অভিযান করে বেনাপোল পোর্ট থানার,এসআই,মোঃ রোকনুজ্জামান এবং এসআই,মোঃ সোহেল রানা, সংঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে বেনাপোল পোর্ট থানার ২ নং ঘিবা দক্ষিনপাড়া হতে ২ কেজি গাঁজা ও গাতিপাড়া টু বড় আচঁড়াগামী পাকা রাস্তার উপর হতে ০২ (দুই) বোতল বিদেশী মদ সহ তাদেরকে আটক করা হয়। এছাড়াও পরিত্যক্ত অবস্থায় ০৮ (আট) বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বলেন, এই সংক্রান্তে বেনাপোল পোর্ট থানায় পৃথক পৃথক দু‌টি মাদক মামলা রুজু করা হয়েছে।