বেনাপোল সিএন্ডএফ নির্বাচন: শামছুর-মধু-লতা নিরঙ্কুশ বিজয়

প্রকাশিত: ৯:৩৪ অপরাহ্ণ, মে ৩১, ২০২২


মোঃ সাহিদুল ইসলাম শাহীন,বিশেষ প্রতিনিধিঃ

অনেক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে “বেনাপোল কাষ্টমস এজেন্ট এসোসিয়েশন নির্বাচন-২০২২” গতকাল সোমবার(৩০ মে) শেষ হয়েছে। বেনাপোল কাস্টমস হাউজ সংলগ্ন এসোসিয়েশনের নিজস্ব ভবনের ৩য় তলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে শুরু করে বিরতিহীন ভাবে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। ভোট গ্রহণ সহজতর করতে মোট ৮ টি বুথ বসানো হয়,এর মধ্যে অসুস্থদের জন্য ১ টি বুথ নীচ তলায় স্থাপন করা হয়।

এই নির্বাচনে দুটি প্যানেলের মধ্যে প্রতিদ্বন্ধীতাপূর্ণ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। উক্ত ভোটে একক ভাবে নিরঙ্কুশ বিজয় অর্জন করে শামছুর রহমান-খায়রুজ্জামান মধু-এমদাদুল হক লতা’র সমমনা-সন্মিলিত-সমন্বয় পরিষদ। পরাজয় বরণ করে মফিজুর রহমান সজন-আবু তাহের ভারত-মোঃ ফজলুর রহমান’র ঐক্য পরিষদ।

সর্বমোট ৭২৪ জন ভোটারের নেতা-নির্বাচনে দুটি প্যানেলের মোট ৩৮ জন প্রার্থী ভোট যুদ্ধে অংশ নেয়।

ভোট পরিচালনার কাজে নিয়োজিত প্রধান নির্বাচন কমিশন এবং সহকারী কমিশনারগনের স্বাক্ষরিত ভোট গণনার ফলাফল পত্রে দেখা যায় আনারস মার্কা নিয়ে সভাপতি পদে শামছুর রহমান পেয়েছেন-৩৯০,সিনিয়র সহ-সভাপতি খায়রুজ্জামান মধু-৩২৯,সহ-সভাপতি কামাল উদ্দিন শিমূল-৩৬৪,সহ-সভাপতি মহসিন মিলন-৪২১, সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা-৪১৯,যুগ্ম-সাধারণ সম্পাদক জামাল হোসেন-২৬৯ ,যুগ্ম-সাধারণ সম্পাদক নাসির উদ্দিন-৩৬১ ,সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাবুদ্দিন-৩১৪, অর্থ সম্পাদক-এনামুল হক মুকুল-৩২৪,সহ-অর্থ সম্পাদক শাহাবুদ্দিন-৩০৯,কাষ্টমস বিষয়ক সম্পাদক আব্দুল লতিফ-৪৮৯,কাস্টমস বিষয়ক যুগ্ম-সম্পাদক আলমগীর সিদ্দিক-৩৭৭,বন্দর বিষয়ক সম্পাদক মেহের উল্লাহ-২৯৯,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আসাদুজ্জামান-৩৮২,দপ্তর সম্পাদক মোস্তাফিজ্জোহা সেলিম-৩৯৪,চেকপোষ্ট ও আন্তর্জাতিক সম্পাদক মোঃ সুলতান মাহমুদ বিপুল-৩৯৪, প্রচার-প্রকাশনা ও প্রযুক্তি-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাজ্জাদুল ইসলাম সৌরভ-৩৮৬,নির্বাহী সদস্য আমিনুল হক আনু-৩৭৩,নির্বাহী সদস্য সাহিদা রহমান সেতু-৪৪০ ভোট। অপরদিকে,ছাতা মার্কা নিয়ে উপরের পদবী সিরিয়াল অনুযায়ী মফিজুর রহমান সজন-১৮০,মাসুদুর রহমান লাল্টু-২২২,আলী কদর সাগর-১৬৫,হাফিজুর রহমান টিটো-১৩৭,ফজলুর রহমান-১৫০,আবু তাহের ভারত-২৯৩,আসাদুজ্জামান খোকন-১৩৫,আমিরুল ইসলাম বাবু-২৩৮,রাশেদুজ্জামান বাপ্পি-২৪০,রফিকুল ইসলাম-২৪৪,আব্দুল মোত্তালিব-১৬৭,আব্দুস সামাদ-১৭১,শরিফুল আলম নয়ন-২৬০,ইশতিয়াক মোহাম্মাদ-১৬৯,আব্দুস সালাম-১৬৩,মোঃ রফিকুল ইসলাম-১৬৭,হায়দার আলী-১৫৯,তৌহিদুর রহমান-১৮০,আলীমুর রাজী(রাজিব)-১০৫ ভোট।

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নির্বাচন পর্যবেক্ষণে আসেন শার্শা উপজেলার নির্বাহী অফিসার-নারায়ন চন্দ্র পাল, ফিরোজ কবির অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) যশোর।
এ ছাড়াও ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এএসপি মোঃ জুয়েল ইমরান,নাভারণ সার্কেল(যশোর) এর নির্দেশনায় শার্শা থানার অফিসার ইনচার্জ(ওসি) মামুন খান,বেনাপোল পোর্টথানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ কামাল হোসেন ভূঁইয়া তাদের পুলিশ সদস্যদের নিয়ে ভোট কেন্দ্রে সার্বক্ষনিক অবস্থান করতে দেখা যায়। এ ছাড়াও বন্দরের পিসি আজাদ রহমান এর নেতৃত্বে আনসার সদস্যদের একটি দল সেখানে নিয়োজিত থাকে।

নির্বাচন পরিচালনার ক্ষেত্রে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন-মোঃ রবিউল আলম,নির্বাচন কমিশনার-ফারুক হোসেন উজ্জল,নির্বাচন কমিশনার-কাজী শাহাজান সবুজ,রিটার্নিং অফিসার-রমজান আলী,প্রিজাইডিং অফিসার-ইনতাজুর রহমান।