বেনাপোল স্থল বন্দর দিয়ে ভারতের সাথে আমদানি-রপ্তানি বানিজ্য বন্ধ

প্রকাশিত: ৪:০৪ অপরাহ্ণ, মে ১০, ২০২১

বেনাপোল প্রতিনিধিঃ
পবিত্র শবে কদর উপলক্ষ্যে বেনাপোল স্থল বন্দর দিয়ে ভারতের সাথে আমদানি-রপ্তানি বানিজ্য বন্ধ রয়েছে।
সোমবার (১০ মে )সকাল১০ টার সময় আমদানি-রপ্তানি বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করে বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক আতিকুল ইসলাম জানান।
তিনি জানান,সোমবার পবিত্র শবে কদরের সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রোপোল বন্দরের মধ্যে আমদানি-রপ্তানি বানিজ্য বন্ধ আছে।মঙ্গলবার সকাল থেকে স্বাস্থ্য বিধি মেনে পূনরায় বাণিজ্যক কার্যক্রম শুরু হবে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, ভ্রমন নিষেধাজ্ঞার কারনে গত ২৬ এপ্রিল থেকে এ পথে নতুন করে কোন পাসপোর্ট যাত্রী যাতায়াত করছে না। তবে দূতাবাসের ছাড়পত্র নিয়ে শর্তসাপেক্ষ্যে সচল রয়েছে আটকে পড়া পাসপোর্ট যাত্রীদের যাতায়াত।