বড়াইগ্রাম পথ সভা, পিকেটিং ও মাস্ক বিতরণ।

প্রকাশিত: ৪:২৫ অপরাহ্ণ, জুন ২১, ২০২০
মোঃ সুরুজ আলী,বড়াইগ্রাম(নাটোর )প্রতিনিধি: নভেল করোনা ভাইরাস প্রতিরোধ  উপলক্ষে বড়াইগ্রাম উপজেলার  জনগণকে সচেতন করার লক্ষ্যে বড়াইগ্রাম উপজেলা প্রশাসন বনপাড়া পৌর সভা  উদ্যোগে পথসভা, পিকেটিং ও সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিতরণ করা হয়েছে। রবিবার বেলা সাড়ে দশটা থেকে সাড়ে ১১টা পর্যন্ত প্রায় ঘন্টা ব্যাপী বনপাড়া পৌর গেট হতে বনপাড়া বাজার এই কর্মসূচী পালন করা হয়।
পথ সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার পারভেজ,বড়াইগ্রাম উপজেলা চেয়ারম‍্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী বনপাড়া পৌর মেয়র কে এম জাকির হোসেন,উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি আঃ কুদ্দুস মিয়াজী ও মহিলা ভাইস চেয়ারম‍্যান সুরাইয়া আক্তার কলি ,বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইর্নচাজ শফিকুল ইসলাম,বনপাড়া তদন্ত কেন্দ্রের ইর্নচাজ মোঃ তহিদুল ইসলাম  উপজেলা ও পৌরসভার কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। বক্তারা স্বাস্থ্য বিধি অনুসরন ,সামাজিক দুরত্ব পালন সহ মাস্ক পরিধানের উপর গুরুত্বারোপ করেন এছাড়া বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন,মাস্ক ছাড়া কেউ বাজারে আসলে ভাম‍্যমান আদালতের সম্মুখীন হতে হবে।