বড়াইগ্রাম মসজিদের ইমামতি নিয়ে দ্বন্দ্বে আহত ৮জন। নাটোর জেলা প্রতিনিধি।

প্রকাশিত: ৪:০৯ পূর্বাহ্ণ, এপ্রিল ১৫, ২০২১

বড়াইগ্রাম মসজিদের ইমামতি নিয়ে দ্বন্দ্বে আহত ৮জন। নাটোর জেলা প্রতিনিধি। নাটোরের

বড়াইগ্রামের মাঝঁগাও ইউনিয়নের ঢুলিয়া গ্রামে মসজিদের ইমামতি নিয়ে দ্বন্দ্বে ৮জন আহত হয়েছে।বুধরার বিকেল ৪টায় এই ঘটনা ঘটে। আহতদের বড়াইগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে।আজিত ও মজির উদ্দিনের অবস্হা আশঙ্কাজনক।এলাকীবাসী ও স্হানীয়রা জানান,ঢুলিয়া পশ্চিম পাড়া মসজিদের ইমামতি করে বরাত আলী,বরাত আলীকে বাদ দিয়ে আজ ফজরের নামাজ জোর করে পড়ান সুকচান আলী এতে মুল্লিদের মধ‍্য সমালোচনা শুর হয় পরবর্তীতে যহর নামাজ বরাত আলী পড়ান সেই সময় সুকচান ও মসলেম মহুরী নামাজ না পড়ে চলে যাই যাবার সময় মসলেম মহুরী বলেন আমার লোক জন সব ঠিক করো বিকেলে মারামারি করবো। বিকালে আসর নামাজের আগে মুসুল্লিরা নামাজ পড়ার জন‍্য ওজু করতেছিল সেই সময় মসলেম মহুরি ও সুকচান এর নেতৃত্বে লাঠি সোটা হাসুয়া দেশীয় অস্ত্র নিয়ে আতঙ্কিত হামলা করে এই সময় মারপিটে ৮জন  আহত হয় আহতের মধ‍্য আজিত ও মজির উদ্দিনের অবস্থা আশংকাজনক ৪ জন হাসপাতালে ভর্তি আছে আর চার জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। উপস্হিত পুলিশ এস আই কামারুজ্জান বলেন পরিস্থিতি শান্ত আছে এবং মামলার প্রস্তুতি চলছে।