ভারতে আততায়ীর গুলিতে সাবেক কাবাডি অধিনায়ক নিহত

প্রকাশিত: ১:০৪ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২২

ভারতের পাঞ্জাবে দূর্বৃত্তের  গুলিতে নিহত হয়েছেন ভারতের কাবাডি খেলোয়াড় সন্দীপ নাঙ্গল আম্বিয়া।  কাবাডি টুর্নামেন্ট চলার সময় আততায়ীরা এসে গুলিত করে হত্যা করে সন্দীপকে।

একটি ম্যাচের ফাঁকে সন্দীপ তখন সেলফি তুলছিলেন ভক্তদের সঙ্গে। পুলিশ জানিয়েছে যে, আততায়ীরা একটি গাড়িতে করে এসে প্রথমে শূন্যে গুলি চালিয়ে মানুষকে সচকিত করে। পরে তারা সন্দীপকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। রক্তাক্ত সন্দীপ মাটিতে লুটিয়ে পড়ার পর আততায়ীরা গাড়িতে করেই চম্পট দেয়। কেন এই হত্যাকাণ্ড পুলিশ তার তদন্ত করছে। আততায়ীদের অথবা গাড়িটির হদিস পুলিশ করতে পারেনি । সন্দীপ ছিলেন ভারতীয় কাবাডি দলের সদস্য। আন্তর্জাতিক অঙ্গনে তিনি ভারতের প্রতিনিধিত্ব করতেন।

কাবাডি প্রতিযোগিতার ম্যাচ চলাকালীন খুন হয়েছেন, সেই প্রতিযোগিতারই অন্যতম সংগঠক ছিলেন সন্দীপ। সন্দীপে স্ত্রী এবং দুই ছেলেকে নিয়ে এখন ইংল্যান্ডেই থাকেন সন্দীপ।