ভারতে কমেছে আক্রান্ত ও মৃত্যু, বেড়েছে সুস্থতার সংখ্যা

প্রকাশিত: ১১:২১ পূর্বাহ্ণ, জুন ২২, ২০২১

দীর্ঘ তিন মাস পর ভারতে দৈনিক করোনা সংক্রমণ ও মৃত্যু কমেছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে দেড় হাজারেরও কম মানুষের। এছাড়া বৃদ্ধি পেয়েছে সুস্থতার সংখ্যাও। টিকাদানও চলছে দ্রুত গতিতে। সবদিক দিয়ে ভারতে এখন করোনা কিছুটা নিয়ন্ত্রণে এসেছে।

মঙ্গলবার (২২ জুন) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৪২ হাজার ৬৪০ জন মানুষ। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন সংক্রমিত রোগী কমেছে প্রায় সাড়ে ১০ হাজার। টানা ৯১ দিন পর একদিনে এতো কমসংখ্যক রোগী শনাক্ত হলো। দেশটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৯৯ লাখ ৭৭ হাজার ৮৬১ জনে।

গত ২৪ ঘণ্টায় ভারতে মারা গেছেন ১ হাজার ১৬৭ জন। এর আগের ২৪ ঘণ্টায় যেখানে মৃত্যু হয়েছিল একফ হাজার ৪২২ জনের। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৮৯ হাজার ৩০২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ কোটি ৮৯ লাখ ২৬ হাজার ৩৮ জনে।

এদিকে টিকা প্রয়োগে নতুন রেকর্ড গড়েছে ভারত। দেশটিতে ইতোমধ্যেই ২৮ কোটি ৮৭ লাখ ৬৬ হাজার ২০১ জনকে টিকা দেওয়া হয়েছে। যার মধ্যে রেকর্ড ৮৬ লাখ ১৬ হাজার মানুষ টিকা পেয়েছেন সোমবার। যা এখনও পর্যন্ত সর্বোচ্চ।