ভিজে যাই বৃষ্টিতে – অমিতাভ মীর

প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, জুন ২৩, ২০২০

ভিজে যাই বৃষ্টিতে
– অমিতাভ মীর

গুরু গুরু গম্ভীরে বাজে ওই অম্বরে
রিমঝিম মঞ্জিরে নীপতল শিহরে;
কলাপ মেলে শিখী নাচে তাল ডম্বরে।

বর্ষারাণীর বুকে অভিমান কত যে
লুকনো ব্যথা জল ফোঁটা ফোঁটা ঝরে যে;
দিনরাত কাঁদে সে ব্যথাকাঁটা জাগে যে।

টুপটাপ ঝরছে খালবিল ভরছে
নীপবন হাসছে মনে দোলা লাগছে;
ঝোপঝাড় দুলছে মনে স্মৃতি জাগছে।

মঞ্জুল সুর তালে নদীর বুক জুড়ে
রিমঝিম মন্দিরা বাজে রে সুরে সুরে;
নয়ন নেচে ওঠে ছোটে মন সুদুরে।

ঝিরিঝিরি ঝরছে সুখে দোলা লাগছে
স্মৃতি মেদুরে জেগে কত কথা ভাসছে;
একেলা থাকা বুকে ব্যথাকাঁটা জাগছে।

কতদিন দেখি না প্রিয়ার সেই মুখ
কতকাল পাই না বৃষ্টি ভেজার সুখ;
যুগ পেরিয়ে দেখি সেই তো শূণ্য বুক।

তার চে এই ভালো ভিজে যাই বৃষ্টিতে
ব্যথাকাঁটা ভুলতে মন দিই সৃষ্টিতে;
অপরুপা বর্ষার ছবি আঁকি দৃষ্টিতে।

অমিতাভ মীর
চুয়াডাঙ্গা, বাংলাদেশ।
৮ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ
২২ জুন ২০২০ খৃষ্টাব্দ।