ভিসায় নতুন নিষেধাজ্ঞা আনছে ট্রাম্প প্রশাসন

প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ণ, জুন ২২, ২০২০

ভিসার ওপর শিগগিরই কড়াকড়ি আরোপের ঘোষণা দিতে যাচ্ছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নির্দিষ্ট বিদেশি শ্রমিকদের ওপর এ কড়াকড়ি আরোপ হবে বলেও জানিয়েছেন তিনি।

শনিবার ফক্স নিউজকে সাক্ষাৎকারে প্রেসিডেন্ট বলেন, আমরা আজকালের মধ্যে ও বিশেষ কিছু ঘোষণা করতে যাচ্ছি। ভিসায় নতুন কড়াকড়ি আরোপের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে ছাড় আছে কিনা, এমন প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, খুব কম সংখ্যক।

নতুন এই নীতিতে স্থগিত করা হতে পারে এইচ-১বি এবং এল-১সহ চাকরি বিষয়ক বেশ কয়েকটি ভিসা। বলা হচ্ছে, এইচ-১বি ও এল-১ ভিসা ক্যাটাগরিতে সবচেয়ে বেশি সুবিধাভোগীদের মধ্যে রয়েছে ভারতীয় তথ্যপ্রযুক্তি সংস্থা এবং যুক্তরাষ্ট্রে চাকরিপ্রত্যাশী ভারতীয়রা।

ট্রাম্প প্রশাসন এই সিদ্ধান্ত কার্যকর করলে তাতে ভারতীয়রাই সর্বাধিক ক্ষতিগ্রস্ত হবে বলে ধারণা করা হচ্ছে। তবে এইচ-১বি ভিসা নিয়ে বর্তমানে যারা যুক্তরাষ্ট্রে কাজ করছেন তাদের কোনো সমস্যা হবে না বলেই মনে করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রে ব্যবসা করছে এমন কোম্পানি এবং সে দেশে চাকরিপ্রত্যাশীদের কাছে এই দু’টি ভিসাই সর্বাধিক জনপ্রিয়। এছাড়া গ্রিনকার্ড প্রার্থীতার জন্যেও এইচ-১বি ভিসা একান্ত প্রয়োজন।