মালয়েশিয়ায় করোনায় আক্রান্ত বাংলাদেশির সংখ্যা বাড়ছে

প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ, মে ২৭, ২০২০

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত প্রবাসী বাংলাদেশি কর্মীর সংখ্যা মালয়েশিয়ায় দিন দিন বাড়ছে। দেশটির নির্মাণ সাইট গুলোতে সামাজিক দূরত্ব বজায় রাখার কোনো ব্যবস্থা না থাকায় এসব জায়গাতে আক্রান্তের সংখ্যা বাড়ছে।

মালয়েশিয়ার কুয়ালালামপুরের তিনটি নির্মাণ সাইটের ক্লাস্টার থেকে ৭৫ জন বাংলাদেশি সহ বিভিন্ন দেশের মোট ৪৮৮ জন বিদেশি নাগরিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার (২৬ মে) দেশটির স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. নুর হিশাম আব্দুল্লাহ এক বিবৃতিতে এসব কথা বলেন।

দেশটিতে বুধবার (২৭ মে) পর্যন্ত মোট করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৬১৯ জন। মারা গেছে ১১৫ জন। বুধবার পর্যন্ত সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৬ হাজার ৮৩ জন।