মায়ের কিডনী রুবেলের দেহে প্রতিস্থাপনে সফল অপারেশন সম্পন্ন

প্রকাশিত: ১১:২৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২২


বি এম বাবলুর রহমান (তালা-সাতক্ষীরা)

সাতক্ষীরা তালার শিবপুর গ্রামের রুবেল মোল্লার দুটি কিডনি নষ্ট থাকায় নিজের মায়ের কিডনি প্রদানে অপারেশন সফল হয়েছে।

শুক্রবার (২৫ শে ফেব্রুয়ারি) রাত ৯.৩০ টার সময় ঢাকার শ্যামলী সি,কে,ডি ইউরোলজি হাসপাতালে কিডনি বিশেষজ্ঞ চিকিৎসক প্রফেসর ডাঃ কামরুল ইসলাম অপারেশন সাকসেসফুল হয়েছে বলে নিশ্চিত করেন।

সূত্র মতে জানা গেছে:- মায়ের শরীর হতে একটি কিডনী অপসারণ শেষে প্রতিস্থাপনের কার্যক্রম সম্পন্ন হয়েছে ।রুবেল মোল্লা তালার শিবপুর গ্রামের মজিবর মোল্লার পুত্র পোল্ট্রি ব্যবসায়ী ও জাতীয় তরুণ পার্টির নেতা তিনি দুই টি কিডনি বিকল জনিত কারণে গত ৭ মাস ধরে চিকিৎসাধীন ছিলেন। নিজ সন্তানকে বাঁচাতে মা নিজের কিডনি ছেলেকে দিয়ে ” সন্তানের কাছে মা সকলের সেরা” তার পুনরাবৃত্তি ঘটান।
বাংলাদেশের বিভিন্ন দাতা সংস্থা সহ সমাজের বিত্তবানদের সহযোগিতায় এবং তালা উপজেলার মানব উন্নয়ন ফাউন্ডেশন নামক একটি সংস্থা চিকিৎসার ব্যয়ভার গ্রহণেই আজ সফল অপারেশন সক্ষম হয়েছে।