মিডিয়া জগতে নবভিষেক : দৈনিক নওয়াপাড়া নবপ্রকাশক ভ্রমণ পিপাসু সাজিদ হোসেন সুপ্ত

প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২১
মিডিয়া জগতে নবভিষেক : দৈনিক নওয়াপাড়া নবপ্রকাশক ভ্রমণ পিপাসু সাজিদ হোসেন সুপ্ত

মিডিয়া জগতে নবভিষেক : দৈনিক নওয়াপাড়া নবপ্রকাশক ভ্রমণ পিপাসু সাজিদ হোসেন সুপ্ত

অভয়নগর নওয়াপাড়াতে শৈশব কৈশোর অতিবাহিত করে ঢাকা পাড়ি দিয়েছিল তৎকালীন সাপ্তাহিক নওয়াপাড়া সহ একাধিক পত্রিকার সাংবাদিক মরহুম আসলাম হোসেন এর পুত্র সাজিদ হোসেন সুপ্ত। এআইইউবি থেকে ইঞ্জিনিয়ারিং শেষ করে জার্মান উচ্চ শিক্ষার জন্য পাড়ি জমাতে প্রস্তুত ছিলেন তিনি। বাংলাদেশের সকল পর্যটন কেন্দ্র ভ্রমণ সম্পন্ন করে ভারতসহ বিভিন্ন দেশেও ভ্রমণ করেছেন ভ্রমণ পিপাসু প্রকৃতি প্রেমিক সাজিদ হোসেন সুপ্ত। দাদার স্বপ্ন ছিল সাপ্তাহিক নওয়াপাড়া কে দৈনিক নওয়াপাড়া হিসেবে দেখার। পিতা মরহুম আসলাম হোসেন নওয়াপাড়া প্রেস ক্লাবের বারবার নির্বাচিত সভাপতি আজকের বসুন্ধরা পত্রিকার সম্পাদকীয় পালন করে নওয়াপাড়াতে ফিরে এসে দৈনিক নওয়াপাড়া পত্রিকা, দৈনিক নওয়াপাড়া প্রেস সহ একাধিক মিডিয়ায় নিয়োজিত ছিলেন। নওয়াপাড়া প্রেস ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন সহ নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয় এর ম্যানেজিং ডিরেক্টর, নওয়াপাড়া সার ব্যবসা কমিটি, নওয়াপাড়া কাঁচা বাজার কমিটি সভাপতি সহ নওয়াপাড়া ও অভয়নগর এর নানান দিকে পদচিহ্ন এঁকেছেন। সততা ও নিষ্ঠার সাথে কাজ করে উন্নয়নের পথে নেমেছিলেন। আদিবা ট্রেড ইন্টারন্যাশনাল সহ সার ও কয়লা ব্যবসা বাজারেও উন্নতি করেছেন। কিন্তু মায়ের মৃত্যুর পর প্রিয় ছোট ভাই, দৈনিক নওয়াপাড়া এর ব্যবস্থাপনা সম্পাদক এর কিডনি বিকল রোগে আক্রান্ত জীবন যুদ্ধে পরাজিত হয়ে ইন্তেকাল করলে মানসিক ভাবে ভেঙ্গে পড়েন। বিদেশী চিকিৎসায় হেরে যাওয়া ভাইকে যে বাঁচাতে না পারার দুঃখ নিয়ে নিজের শারীরিক অসুস্থতার তোয়াক্কা না করে অনিয়মিত জীবনযাপন তাকেও শারীরিক অসুস্থ করে ফেলে। অভয়নগরে করোনায় প্রথম মৃত্যু নিজের চাচা থেকে শুরু করে ভাইয়ের মৃত্যু সহ সকলের পাশে থাকা অভয়নগর বন্ধু সাংবাদিক আসলাম হোসেন জীবনযুদ্ধে পরাজিত হয়ে নওয়াপাড়া কে অভিভাবক হীন করে চলে যান।

তার বড় মেয়ে রিজতিয়া ফারজানা লিম্পা অ্যামেরিকান অ্যামবাসীতে চাকরিধীন দৈনিক নওয়াপাড়া পরিচালনায় পিতাকে সহযোগিতা করে আসছে আগে থেকেই। কিন্তু এখন ভ্রমণ পিপাসু সাজিদ হোসেন সুপ্ত দায়িত্ব ভার কাঁধে নিয়ে দৈনিক নওয়াপাড়া নবপ্রকাশক হিসেবে নিয়োজিত হয়েছেন। দৈনিক নওয়াপাড়া পত্রিকা সহ দৈনিক নওয়াপাড়া প্রেস ও পিতার সকল ব্যবসার পরিচালনার দায়িত্ব নিয়ে অভয়নগরের জন্য দাদা মরহুম আমির হোসেন ও পিতা মরহুম আসলাম হোসেন এর অসম্পূর্ণ স্বপ্ন অভয়নগর ও নওয়াপাড়ার ডিজিটালাইজেশন ও উন্নয়ন অব্যাহত রাখতে কাজ করছেন। পাঠক বন্ধু দৈনিক নওয়াপাড়া দক্ষিণ অঞ্চলসহ সারা বাংলাদেশ জুড়ে প্রশংসা কুড়িয়ে একদিন শ্রেষ্ঠত্ব অর্জন করবে এবং তাতে নিজের উচ্চ শিক্ষার অর্জিত জ্ঞান কাজে লাগাবে ভ্রমণ পিপাসু সাজিদ হোসেন সুপ্ত।