মোস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ে রাজস্থানের বড় জয়

প্রকাশিত: ৮:৫০ অপরাহ্ণ, মে ২, ২০২১
মুস্তাফিজুর Ajkal 24

২২১ রানের বড় লক্ষ্য। উড়ন্ত সূচনাই করেছিল হায়দরাবাদ। মনিশ পান্ডে আর জনি বেয়ারস্টো ৬ ওভারে পাওয়ার প্লেতে তুলেন ৫৭ রান। ভয়ংকর হয়ে উঠছিল এই জুটি। এমন সময়েই ঝলক দেখান মোস্তাফিজ।

২০ বলে ৩১ রানে পৌঁছে যাওয়া মারমুখী মনিশকে বোল্ড করে দেন কাটার মাস্টার। মোস্তাফিজের ওই ব্রেক থ্রুতেই ম্যাচে ফেরে রাজস্থান। এরপর একের পর এক উইকেট তুলে নিতে থাকে দলটি।

পরের ওভারে আরেক মারকুটে ব্যাটসম্যান জনি বেয়ারস্টোকে (২১ বলে ৩০) তুলে নেন রাহুল তেয়াতিয়া। বিজয় শঙ্কর (৮ বলে ৮), কেন উইলিয়ামসনও (২১ বলে ২০) সুবিধা করতে পারেননি।

বড় বড় ছক্কা হাঁকিয়ে মোহাম্মদ নবি রানের চাপ সরানোর চেষ্টা করেছিলেন। ১৫তম ওভারে এসে তাকে (৫ বলে ১ চার, ২ ছক্কায় ১৭) এক স্লোয়ারে ক্যাচ বানান মোস্তাফিজ। ম্যাচে তখনই সব আশা ভরসা শেষ হায়দরাবাদের।

মোস্তাফিজ ৪ ওভারে মাত্র ২০ রান খরচায় নিয়েছেন ৩ উইকেট। সমান ওভারে ৩ উইকেট নিতে ক্রিস মরিসের খরচ ২৯ রান।

এর আগে জস বাটলারের বিধ্বংসী এক সেঞ্চুরিতে ভর করে ৩ উইকেটে ২২০ রানের পাহাড় গড়ে রাজস্থান। মূলত ম্যাচের ভাগ্যটা গড়ে দিয়েছে বাটলারের ৬৪ বলে ১২৪ রানের ইনিংসটাই।

ajkal

Buttler’s maiden T20 ton extends SRH’s misery

টস জিতে রাজস্থানকে ব্যাটিংয়ে পাঠানোই যেন কাল হয়েছে হায়দরাবাদের। শুরুটা অবশ্য ওত ভালো ছিল না। জশস্বী জাসওয়াল ইনিংসের তৃতীয় ওভারে যখন ফেরেন, ১ উইকেটে তখন ১৭ রান রাজস্থানের।

সানরাইজার্স বোলারদের মধ্যে একটি করে উইকেট নেন রশিদ খান, বিজয় শঙ্কর আর সন্দ্বীপ শর্মা।