যশোরের শার্শায় সাতমাইলে স্বাস্থ্য বিধি না মেনে চলছে গরুরহাট

প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, মে ১১, ২০২১

স্টাফ রিপোটারঃ

কোভিড ১৯ (করোনা) যখন সারাবিশ্বে মহামারী আকার ধারণ করেছে বাংলাদেশ চলছে লকডাউন এবং তারই অংশ হিসাবে বাংলাদেশের সর্বস্তরে করোনা ঝুকি এড়াতে সাস্থবিধি মেনে চলার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে সরকার।

অথচ যশোরের শার্শার বাগআঁচড়া সাতমাইলের গরুর হাঁটটি অবস্থিত, কিন্তু সরকারী বিধি নিষেধ ঘোষনার পরেও এখানে নেই কোন সামাজিক দূরত্ব। মাস্কের ব্যবহার নেই।জীবাণু নাশক গেটের কোন ব্যবস্হা নেই।এমন অবস্হা চলতে থাকলে ঘাতক করোনা ভাইরাসের ভয়ঙ্কর থাবা থেকে রক্ষা পাওয়ার উপায় নেই।

ভারত সীমানার অতি নিকটে এই গরুর হাঁটটি অবস্হিত, যেহেতু ভারতে গত কয়েক সপ্তাহ ধরে করোনা ভাইরাসটির মহামারী ভয়ঙ্কর রুপ ধারণ করেছ।এজন্যই করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকিটাও এলাকার মানুষের বেশি। এমন সংকটময় ঝুঁকিপূর্ণ সময়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে বিষয়টি কঠোর ভাবে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহন করিবার দাঁবি জানিয়েছে অত্র এলাকার সচেতন মহল।