যশোরে শরিফুল ইসলামের মৃত্যু নিয়ে এলাকায় নানা গুঞ্জন

প্রকাশিত: ১১:৩১ পূর্বাহ্ণ, জুন ১৪, ২০২০
নিউজ ডেস্ক
যশোরের শার্শা উপজেলার পাঁচভুলোট গাজিপাড়া সীমান্তের ইছামতি নদীতে ভেসে থাকা যুবক শরিফুল ইসলামের মৃত্যু নিয়ে গুঞ্জন চলছে এলাকায়। বিএসএফ নয়, ভারতের মাছ পাচার সিন্ডিকেটের মহাজনের আক্রোশেই সে নিহত হতেপারে বলে ধারনা এলাকাবসীর। শরিফুল ইসলাম রাজগঞ্জ অভয়বাস গ্রামের মৃত ইসাহক আলীর ছেলে।
গত (৮ জুন) শরিফুল ভারতে মাছ পার করার সময় হটাৎ করে নিখোজ হয়। বুধবার (১০ জুন) সকাল ১১টার দিকে এলাকাবাসি ইছামতি নদীতে শরিফুলের লাশটি দেখতে পেয়ে বিজিবি ও পুলিশ কে খবর দেয়।
নিহত যুবকের চাচা বলেন নিখোঁজ হওয়ার রাতে রাজগজ্ঞ গ্রামের তাজমিল বাঙাল এর সাথে সে বের হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক যুবক মুঠোফোনে জানান, শরিফুল তাজমিল বাঙালের একান্ত সহযোগী। গত ৮ জুন রাতে শরিফুল মাছ পার করছিলো। সে ওখান থেকে হটাৎ করেই নিখোজ হয়ে যায় এবং কিছু পরে আমরা গুলির শব্দ শুনতে পাই।

সে আরো জানায় কয়েকদিন আগে ভারতীয মহাজনের ১০টি মাছের বল চোট যায় তাজমিল বাঙালের হাতদিয়ে। এর জের ধরে হয়তো মহাজনের লোকজন তাজমিলকে না পেয়ে শরিফুলকে মেরে দিতে পারে। তার জোরালো দাবী পুলিশ তদন্তে নামলে সত্যটা বেরিয়ে আসবে।